গত আগস্টে আইসিসির মাস সেরা ক্রিকেটার হয়েছিলেন সাকিব আল হাসান। এক মাস বিরতিতে ওই তালিকায় আবার মনোয়নয়ন পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করে।
ক্রিকেটভক্তদের ভোট ও আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের বিচারে নির্বাচিত হন প্লেয়ার অফ দ্য মান্থ। এর ভেতর ১০ শতাংশ নির্ধারিত হবে দর্শকদের ভোটে আর বাকি ৯০ শতাংশ বিশেষজ্ঞদের বিচারে। আইসিসির ওয়েবসাইটে গিয়ে দেয়া যাবে এই ভোট। সবার জন্য এটি উন্মুক্ত।
অক্টোবরের মাস সেরা ক্রিকেটার হিসেবে সাকিবের সঙ্গে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার আসিফ আলি ও নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিসে।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অনন্য দুটি রেকর্ড গড়ার প্রতিদানস্বরূপ তালিকায় জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান।বৈশ্বিক আসরে তিনি নাম লিখিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে। একই সঙ্গে নাম লিখিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবেও।
ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে না গেলে হয়তো ক্রিকেটের শর্টার ফরম্যাটে চতুর্থ বোলার হিসেবে ৪০০ উইকেটের মালিক বনে যেতেন সাকিব। কিন্তু হ্যামস্ট্রিংয়ের ইনজুরি তাকে ছিটকে দেয় বিশ্বকাপ থেকে।
সুপার টুয়েলভের বাংলাদেশের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনজুরিতে পড়েন সাকিব।