শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট সামনে রেখে দলের উৎসাহ বাড়াতে জাতীয় দলের অনুশীলনে দেখতে যান বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। সাফল্য পেতে শিক্ষকের ভূমিকায় সবুজ ঘাসে নেমে পড়েন জাতীয় ফুটবল দলের সাবেক এ অধিনায়ক ও হেড কোচ।বুধবার বিকালে বেরাইদের ফোর্টিজ গ্রাউন্ডে জামালদের ডেকে পরামর্শ দিয়েছেন বাফুফে বস। ট্রফি খরা মেটাতে দলকে চাঙ্গা করার চেষ্টা করেছেন তিনি।শ্রীলঙ্কা সফর থেকে কাজী সালাউদ্দিনকে ট্রফির আশ্বাস দিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।কাজী সালাউদ্দিন এ নিয়ে নিউজবাংলাকে বলেন, “আমি খুব সহজ কথা বলেছি। আমি ক্যাপ্টেনকে সবার সামনে বলেছি, জামাল এদিকে আস। আমি শ্রীলঙ্কা যাবো কি যাবো না? তোমাদের পারমিশন লাগবে। উত্তরে ও বলেছে, ‘আপনাকে আমি চ্যাম্পিয়নশিপ দেব’।”‘আমি বলেছি যদি চ্যাম্পিয়নশিপ দাও তাহলে আমি ফাইনালে যাব আর যদি না দাও তাহলে আমার ভিসার দরকার নেই। আমি তাদের শুভ কামনা জানাই।’এ ছাড়াও জাতীয় দলের ফরোয়ার্ড রাকিবকে ব্যক্তিগতভাবে টিপস দিয়েছেন তিনি। কী ছিল সে টোটকা?উত্তরে সালাউদ্দিন বলেন, ‘রাকিব আমাদের দলের সেরা একজন ফুটবলার। তার কাছে আরও ভালো পারফরম্যান্স আশা করি। সে দুইটা ভুল করেছে গত সাফে। সেগুলো শুধরানোর পরামর্শ দিয়েছি।’‘শিক্ষক’ সালাউদ্দিনের পরামর্শ নিয়ে নিজের খেলার উন্নতি করতে চান রাকিব।জাতীয় দলের এ স্ট্রাইকার বলেন, ‘উনি আমাকে পরামর্শ দিয়েছেন কীভাবে খেলতে হবে। তার মতো ব্যক্তি আমাকে ডেকে এমন বলবেন এটা বড় ব্যাপার। সামনের সিরিজে ভুলগুলো শুধরিয়ে আরও ভালোভাবে খেলার চেষ্টা করব।’বাফুফে বসের টোটকা সঙ্গী করে শুক্রবার শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ দল।
জামাল-রাকিবদের ‘কোচ’ সালাউদ্দিনের টোটকা
বুধবার বিকালে বেরাইদের ফোর্টিজ গ্রাউন্ডে জামালদের ডেকে পরামর্শ দিয়েছেন বাফুফে বস। ট্রফি খরা মেটাতে দলকে চাঙ্গা করার চেষ্টা করেছেন তিনি।
-
ট্যাগ:
- বাফুফে
এ বিভাগের আরো খবর/p>