বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জোড়া গোলে ইউনাইটেডকে বাঁচালেন রোনালডো

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ নভেম্বর, ২০২১ ১১:১২

ইতালিয়ান ক্লাব আতালান্তার মাঠে মঙ্গলবার রাতে হারতে বসেছিল ম্যানইউ। তবে পর্তুগিজ সুপারস্টার রোনালডোর জাদুতে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ের স্বস্তি নিয়ে ফেরে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ মানেই অপ্রতিরোধ্য ক্রিস্টিয়ানো রোনালডো। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে গত চার ম্যাচে তার পাঁচ গোল। এর মধ্যে জোড়া গোল করে আতালান্তার বিপক্ষে দলকে বাঁচালেন হার থেকে।

ইতালিয়ান ক্লাব আতালান্তার মাঠে মঙ্গলবার রাতে হারতে বসেছিল ম্যানইউ। তবে পর্তুগিজ সুপারস্টার রোনালডোর জাদুতে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্রয়ের স্বস্তি নিয়ে ফেরে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।

ইতালি থেকে ড্র করে আনাটা মোটেও সহজ ছিল না রেড ডেভিলদের জন্য। ১২তম মিনিটে ইয়োসিপ ইলিসিচের গোলে ম্যাচে লিড নেয় আতালান্তা। ওই লিডে স্বস্তির বাতাসে যখন দল উড়ছে তখন মাঠে একটা অসাধারণ মুহূর্তের সৃষ্টি করে ব্রুনো ফার্নান্দেস-রোনালডো জুটি।

প্রথমার্ধের ইনজুরি টাইমে ফার্নান্দেসের সঙ্গে ওয়ান-টু-ওয়ানে বল পেয়ে দলকে সমতায় ফেরাতে ভুল করেননি রোনালডো।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৬ মিনিটে ডুভান জাপাতার গোলে আবারও লিড নেয় আতালান্তা।

নির্ধারিত ৯০ পর্যন্ত গোলের দেখা পায়নি ইউনাইটেড। রেফারি যখন বাঁশি বাজানোর জন্য প্রস্তুত তখন সব আলো নিজের করে নেন রোনালডো। মেসন গ্রিনউডের পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে নেয়া বুলেট শটে বল জালে জড়ান এ পর্তুগিজ ফুটবলার।

এই ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেল ওলে গানার শোলস্কায়ারের দল।

এ বিভাগের আরো খবর