১৭ বছরের সম্পর্ক ছিন্ন করে চলতি মৌসুমে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মাইয়ে (পিএসজি) পাড়ি দিয়েছেন লিওনেল মেসি। প্যারিসে যাওয়ার পর চ্যাম্পিয়নস লিগে দারুণ ফর্ম থাকলেও ফ্রেঞ্চ লিগ ওয়ানে কিছুটা ছন্দহীন ছয়বারের ব্যালন ডর জয়ী।
আর তাকে ছাড়া বার্সেলোনার অবস্থা ভয়াবহ। একের পর এক খারাপ ফলের কারণে চাকরি হারাতে হয়েছে হেড কোচ রোনাল্ড কুমানকে। কোনোভাবে মাঠে নিজেদের খুঁজে পাচ্ছে না বার্সেলোনা।
এমন অবস্থায় হাহাকার কাম্প ন্যু ঘিরে। কেন মেসিকে চলে যেতে হলো আর কেনই বা তিনি খেলছেন অন্য ক্লাবের জার্সিতে এ হিসাব মেলাতে পারছেন না ভক্তরা।
তবে মেসির সবশেষ সাক্ষাৎকার থেকে আশাবাদী হতে পারেন বার্সেলোনা ভক্তরা। বার্সা কিংবদন্তি স্প্যানিশ দৈনিক স্পোর্তকে জানিয়েছেন ক্যারিয়ার শেষে কাম্প ন্যুয়ে ফিরতে চান। খেলোয়াড় না হোক কোচিং স্টাফের অংশ হয়ে অবদান রাখতে চান।
মেসি বলেন, ‘আমি টেকনিক্যাল কোচ হতে চাই কোনো একসময়ে। সেটা বার্সেলোনাতেও হতে পারে। অন্য কোনো ক্লাবেও হতে পারে। এখনও কোনো কিছু ঠিক করিনি।’
বার্সেলোনা ছেড়ে এলেও যে ক্লাবটিতে নিজের শৈশব থেকে যৌবনের পুরো অংশ কাটিয়েছেন, তাকে এখনও নিজের ভেতরে ধারণ করেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
বলেন, ‘যদি সম্ভাবনা থাকে তাহলে আমি অবদান রাখতে চাই। কারণ এই ক্লাবটিকে আমি ভালোবাসি। আমি চাই এটা বিশ্বের সেরা ক্লাবগুলোর একটি হিসেবে টিকে থাকুক ও সব সময় উন্নতি করতে থাকুক।’
মেসিকে তার দলবল নিয়ে দ্রুত নামতে হচ্ছে চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে। বুধবার রাতে জার্মানির লাইপসিগের মুখোমুখি হবে ফ্রেঞ্চ জায়ান্টরা।
বার্সেলোনা মাঠে নামছে তার আগের দিন। মঙ্গলবার রাতে ডিনামো কিয়েভের মাঠে খেলতে যাবে কাতালান ক্লাবটি।