বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অ্যাশেজে সুযোগ নেই দেখে বিদায় বললেন প্যাটিনসন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ অক্টোবর, ২০২১ ১৯:৩৮

অ্যাশেজে খেলতে পারবেন না দেখে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩১ বছর বয়সী এই অজি ক্রিকেটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই ঘরের মাঠে অ্যাশেজের আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ইনজুরি কাটিয়ে সেই সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরার কথা ছিল অস্ট্রেলিয়ান পেইসার জেমস প্যাটিনসনের।

কিন্তু ইনজুরি থেকে ফিরে প্রস্তুতির পর্যাপ্ত সময় না পাওয়ায় অ্যাশেজে অনিশ্চিত তার ভাগ্য। অ্যাশেজে খেলতে পারবেন না দেখে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩১ বছর বয়সী এই অজি ক্রিকেটার।

অ্যাশেজের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সময় দিচ্ছিলেন প্যাটিনসন। সেখানে চোট পান। চোট কাটিয়ে ফিরে এলেও নিজের প্রস্তুতি অ্যাশেজে অংশ নেয়ার মতো না উপযুক্ত না হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।

বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন প্যাটিনসন।

তিনি বলেন, ‘প্রাক-মৌসুমকে সামনে রেখে অ্যাশেজের দলে জায়গা পাওয়ার একটা চেষ্টা করতে চেয়েছিলাম। কিন্তু যে প্রস্তুতি নিয়ে নামতে চেয়েছি, তেমনটা হলো না। যদি অ্যাশেজের অংশ হতে চাই তবে আমার নিজের ও সতীর্থদের প্রতি ন্যায়বিচার করতে হবে।

‘শতভাগ ফিট হতে হবে। যে কোনো সময় খেলার জন্য প্রস্তুত থাকতে হব। চাওয়াটা যখন এমন তখন শরীরের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করার অবস্থানে থাকতে চাইনি। আমার বা দলের জন্য সেটা ঠিক হতো না।’

২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন প্যাটিনসন। একই বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ও সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় বাঁহাতি এই পেইসারের।

অভিষেকের ৪ ম্যাচে পরই তারকা এই অজি পেইসার হারিয়ে যান টি-টোয়েন্টি ক্রিকেট থেকে।

বেশিদূর গড়াতে পারেননি ওয়ানডে ক্যারিয়ারও। তবে লাল বলের ক্রিকেটে খেলা চালিয়ে গেলেও চোটের হানায় বেশিরভাগ সময়ই থাকতে হয়েছে দলের বাইরে।

টেস্টে মিচেল স্টার্ক, জশ হেইজলউড ও প্যাট কামিন্সের বদলি হিসেবে মাঝে মধ্যে সুযোগ পেতেন মূল দলে।

এ বিভাগের আরো খবর