তরুণ মিডফিল্ডার পেদ্রি গনসালেসের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। ২০২৬ সাল পর্যন্ত এই স্প্যানিশ ফুটবলারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে লা লিগার জায়ান্টরা। পেদ্রির রিলিজ ক্লজ রাখা হয়েছে এক বিলিয়ন ইউরোর বেশি।
টাকার হিসেবে পেদ্রির দাম দাঁড়ায় এক হাজার কোটি টাকারও বেশি। এর মানে হলো- পেদ্রিকে বার্সা থেকে নিজের দলে নিতে খসাতে হবে এই বিশাল অংকের অর্থ!
বৃহস্পতিবার চুক্তির বিষয়টি ঘোষণা করে স্পেনের ক্লাব বার্সেলোনা।
২০২০ সালে যোগ দিয়ে বার্সার অন্যতম মূল্যবান ফুটবলারে পরিণত হয়েছেন ১৮ বছর বয়সী এই ফুটবলার। স্পেনের দ্বিতীয় স্তরের দল লাস পালমাস থেকে পাঁচ মিলিয়ন ইউরোতে পেদ্রিকে দলে ভেড়ায় বার্সা।
অভিষিক্ত মৌসুমে ৫৩টি ম্যাচে বার্সার জার্সিতে খেলেছেন পেদ্রি যা ক্লাবের অন্য ফুটবলারদের থেকে বেশি। এসময় ক্লাবটি কোপা দেলরে জেতে।বার্সার হয়ে খেলার পাশাপাশি জাতীয় দল স্পেনের হয়ে গত ইউরো কাপে সেমি ফাইনাল খেলেছেন পেদ্রি। খেলেছেন অলিম্পিকও। ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তিনি জায়গা করে নেন ইউয়েফার সেরা একাদশে ও পুরস্কৃত হোন সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে।
বার্সার হয়ে খেলার পর, ইউরোতে সেমির পাশাপাশি অলিম্পিকেও তার অংশগ্রহণের সময় দল রৌপ্য পদক জেতে। ওই মৌসুমে সব মিলিয়ে ৭৪টি ম্যাচ খেলেন পেদ্রি। ইউরোপের কোনো খেলোয়াড় হিসেবে মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার তিনি।
শুক্রবার পেদ্রির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির কার্যক্রম সারবেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা।