দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে বরাবরই অপ্রতিরোধ্য ক্রিস্টিয়ানো রোনালডো। মঙ্গলবার রাতে লুক্সেমবার্গের মুখোমুখি হয় তার দল পর্তুগাল। মোক্ষম সুযোগ পেয়ে নিজের ক্যারিয়ার রেকর্ড আরেকটু ঝলমলে করে নিয়েছেন সিআর সেভেন।
রোনালডোর হ্যাটট্রিকে লুক্সেমবার্গকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। নিজের ১৮২তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা রোনালডোর এটি ক্যারিয়ারে ৫৮তম ও দশম আন্তর্জাতিক হ্যাটট্রিক।
ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে এতগুলো ম্যাচ ও হ্যাটট্রিকের রেকর্ড নেই আর কারও। বড় জয়ের পরও ইউরোপিয়ান অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ-এতে দুই নম্বরে আছে রোনালডোর দল।
ছয় ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সার্বিয়া।
২০০৩ সালে ক্যারিয়ার শুরু করা রোনালডো প্রথম হ্যাটট্রিক করেন ২০১৩ সালে। সেটি ছিল নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে। এর আট বছরের মাথায় লুক্সেমবার্গের বিপক্ষে করলেন ক্যারিয়ারের ১০ নম্বর হ্যাটট্রিক। তার সর্বোচ্চ দুটি আন্তর্জাতিক হ্যাটট্রিক আছে লিথুয়েনিয়ার বিপক্ষে।
এ ছাড়া হ্যাটট্রিক পেয়েছেন সুইডেন, আরমেনিয়া, অ্যান্ডোরা, ফারো আইল্যান্ডস, স্পেন ও সুইজারল্যান্ডের বিপক্ষে।
ক্যারিয়ারের ৫৮ হ্যাটট্রিকের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে করেছেন একটি। রিয়াল মাদ্রিদের হয়ে করেন ৪৪টি। ইউভেন্তাসের হয়ে তার হ্যাটট্রিক তিনটি আর জাতীয় দলের হয়ে ১০টি।
শেষ ৪৯ আন্তর্জাতিক ম্যাচে ৫৪ গোল করেছেন এই পর্তুগিজ মহাতারকা।
রোনালডোর রেকর্ডের রাতে সুখবর ছিল ডেনমার্কের জন্য। অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে জার্মানির পর দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে তারা।