সাফ ফুটবলে নেপালের বিপক্ষে ম্যাচ যেন সেমি ফাইনালে পরিণত হয়েছে বাংলাদেশের জন্য। ফাইনালের মঞ্চে পা রাখতে জয়ের বিকল্প নেই লাল-সবুজদের। নেপালের বাধা পেরিয়ে ফাইনালে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী জাতীয় দলের প্রধান কোচ অস্কার ব্রুজন।
মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচ খেলার আগে সংবাদ সম্মেলনে এ কথা বলেন এই স্প্যানিশ কোচ।
ব্রুজন বলেন, ‘আমরা শুধু ফল চাই। জিততে চাই। আমরা জানি নেপালকে হারাতে পারি। নেপালকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি ড্রয়ের জন্য খেলবে নাকি জয়ের জন্য, কিন্তু আমাদের লক্ষ্য নির্দিষ্ট। আমরা জয়ের জন্যই খেলব।’
নেপালকে হারানোর মন্ত্র জানা আছে বলে জানালেন ব্রুজন।
কোচ বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস বল পজেশনিংয়ে সৌন্দর্য বাড়িয়েছে। নেপাল শক্তিশালী দল। তারা কার্যকরী স্টাইলে ফুটবল খেলেছে। বুধবার এই বিষয়টা মাথায় থাকবে। তারা আমাদের থেকে ভালো খেলে, এটা মানব না।
‘প্রথম মুহূর্ত থেকে আমরা আক্রমণ করব। ফাইনালে যেতে হলে আমাদের জিততেই হবে। গত ২০ দিন ধরে কঠিন পরিশ্রম করছি।’
তার কোচিংয়ে জাতীয় দলে নতুন সংস্কৃতি তৈরি হচ্ছে বলে দাবি অস্কার ব্রুজন।
এই স্প্যানিশ টেকটিশিয়ান বলেন, ‘চেষ্টা করছি একটা নতুন ফুটবল সংস্কৃতি তৈরি করতে। মনে করি সফল হচ্ছি। ছেলেরা দারুণ কাজ করে যাচ্ছে। বুধবার মাঠে দেখানোর সুযোগ পাচ্ছি যে বাংলাদেশের ফুটবলের উন্নতি হচ্ছে। এবং উন্নতি করে চমৎকার জায়গায় চলে গিয়েছে।’
অ্যাটাকিং স্টাইলটাকে ধরে রাখার আহ্বান জানান ব্রুজন, ‘এই টুর্নামেন্টই শেষ নয়। সামনে বিশ্বকাপ বাছাই রয়েছে। বাংলাদেশের দলে খুব ভালো খেলোয়াড় আছে। তাদের এই ফুটবলটা ধরে রাখতে হবে। তারা জিততে চায়। তাদের মধ্যে জেতার মানসিকতা রয়েছে।’