অবশেষে পাসপোর্ট জটিলতা কাটিয়ে ঢাকায় পৌঁছেছেন ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার ইউসুফ জুলকারনাইন হক। মঙ্গলবার ঢাকায় পৌঁছে ইতোমধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন এই উদীয়মান স্ট্রাইকার। এখন মারুফুল হকের অধীনে ট্রায়াল দেবেন তিনি।
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ সামনে রেখে ফুটবলারদের ক্যাম্প শুরু হয়েছে সপ্তাহদুয়েকের বেশি। তবে, পাসপোর্ট জটিলতায় এতদিন যোগ দলে যোগ দিতে পারছিলেন না ইউসুফ।
গত সপ্তাহে পাসপোর্ট হাতে পেয়েছেন ইংল্যান্ডের থার্ড টায়ারে খেলা ১৮ বছরের এই উদয়ীমান ফুটবলার। সময় নষ্ট না করে ইংল্যান্ড থেকে বাংলাদেশে ছুটে এসেছেন তিনি।
বাফুফে জানিয়েছে এই সপ্তাহের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করবেন প্রধান কোচ মারুফুল হক। তার অধীনে ট্রায়াল দেবেন ইউসুফ।
২৫ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব। কুয়েতে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের ম্যাচগুলো। বাছাইপর্বে বাংলাদেশ লড়বে সৌদি আরব, উজবেকিস্তান ও স্বাগতিক কুয়েতের বিপক্ষে।
বাছাইপর্বে অংশ নিতে ২১ অক্টোবর দেশ ছাড়বে লাল সবুজের প্রতিনিধিরা।
ইংল্যান্ডের থার্ড টায়ারের দল ইপসউইচ টাউনের অনূর্ধ্ব ১৮ ও ২৩ দলের হয়ে খেলেন ইউসুফ। খেলেন স্ট্রাইকার হিসেবে।