সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে ম্যাচের পর দুইদিন বিশ্রামে থেকে রোববার কঠোর অনুশীলন করেছে জাতীয় ফুটবল দল। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারানোর কৌশল সাজাতে জাতীয় ফুটবলারদের নিয়ে ব্যস্ত প্রধান কোচ অস্কার ব্রুজন।
শেষ ম্যাচটি খেলার পর সবার মধ্যেই একটা নিস্তেজ ভাব লক্ষ্য করা গেছে। আট দিনে তিনটি ম্যাচ খেলে জামালরা পরিশ্রান্ত ছিলেন।
তাই গত দুই দিন খেলোয়াড়দের বিশ্রামে রাখেন অস্কার। ফুরফুরে মেজাজে রোববার দুই ঘণ্টার অনুশীলন সারেন ফুটবলাররা।
এই সময় তাদের নিয়ে নেপাল ম্যাচের কৌশল নিয়ে কাজ করেছে এই স্প্যানিশ কোচ।
এ নিয়ে জাতীয় দলের ডিফেন্ডার তারিক কাজী বলেন, ‘আমরা অনেক চনমনে অনুভব করছি। দুই দিন রিকোভারি করেছি। এটা শরীর ও মনের জন্য দারুণ কাজে দিয়েছে। দলের সবাই ভালো আছে। ফ্রেশ আছে। অস্কার ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড। আমরা গেম প্লান নিয়ে কাজ করছি।’
১৩ অক্টোবর নেপাল ম্যাচ দিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশ। তেমনটাই আশাবাদী দলের ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল।
তিনি বলেন, ‘আমরা নেপাল ম্যাচে হাফ চান্স পেলে সেটাকে কাজে লাগাতে চাই। তাদের হারিয়ে ফাইনালে খেলতে চাই।’
ফাইনালে যেতে নেপালকে হারানোর কোনো বিকল্প নেই বাংলাদেশের।