বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রহমত ও সোহেলকে নিয়ে মালদ্বীপ চ্যালেঞ্জে বাংলাদেশ

  •    
  • ৭ অক্টোবর, ২০২১ ২০:৩৫

দুই ম্যাচে দুই হলুদ কার্ড পেয়ে এ ম্যাচে খেলতে পারছেন না ফরোয়ার্ড রাকিব হোসেন। আর গত ম্যাচে লাল কার্ড পেয়ে এই ম্যাচে নিষিদ্ধ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তাদের বদলে মূল একাদশে খেলছেন সোহেল ও রহমত মিয়া।

আর কিছুক্ষণ পর সাফ মিশনে নিজেদের তৃতীয় ম্যাচটি খেলতে নামছে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে এই ম্যাচে মূল একাদশে ঢুকেছেন মিডফিল্ডার সোহেল রানা ও ডিফেন্ডার রহমত মিয়া।

মালেতে জাতীয় স্টেডিয়ামে রাত দশটায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচের মূল একাদশে খুব একটা পরিবর্তন নেই। দুই ম্যাচে দুই হলুদ কার্ড পেয়ে এ ম্যাচে খেলতে পারছেন না ফরোয়ার্ড রাকিব হোসেন। আর গত ম্যাচে লাল কার্ড পেয়ে এই ম্যাচে নিষিদ্ধ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।

তাদের বদলে মূল একাদশে খেলছেন সোহেল ও রহমত মিয়া। সবমিলে দলে পরিবর্তন এই দুইটি।

ডিফেন্সে রাইটব্যাকে থাকছেন রহমত, তপু, তারিক ও ইয়াসিন। মাঝমাঠে জামালের সঙ্গী সোহেল ও বিপলু এবং আক্রমণে মতিন সাদ ও ইব্রাহিম।

ম্যাচটি ৪-১-৪-১ ফরমেশনে খেলাতে পারেন অস্কার ব্রুজন।

মালদ্বীপকে হারাতে পারলে ফাইনালের পথে এক ধাপ দিয়ে যাবে বাংলাদেশ। এমন হলে নিজেদের শেষ ম্যাচে ড্র করলেও সাফ ফাইনালে খেলবে টাইগাররা।

বাংলাদেশের মূল একাদশঃগোলকিপার: আনিসুর রহমান জিকোডিফেন্ডার: রহমত মিয়া, তপু বর্মণ, তারিক কাজী, ইয়াসিন আরাফাতমিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা ও বিপলুফরোয়ার্ড: মতিন মিয়া, সাদ উদ্দীন, ইব্রাহিম

এ বিভাগের আরো খবর