দলের মধ্যে করোনার প্রকোপ বেড়ে যাবার পর ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্ট খেলেনি ভারত। প্রথম চার ম্যাচ শেষে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলো সফরকারী দল। পঞ্চম ও শেষ টেস্ট না হওয়াতে, এখনও এই সিরিজের ফয়সালা হয়নি।
ভারতীয় ওপেনার রোহিত শর্মা ধরে নিয়েছেন সিরিজ ভারত ২-১ ব্যবধানে জিতেছে। ওভালে চতুর্থ টেস্টে ভারতের কোচ রবি শাস্ত্রী করোনায় আক্রান্ত হন। এতে শাস্ত্রীসহ বোলিং কোচ ভারত অরুন, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ফিজিও নিতিন প্যাটেলকে আইসোলেশনে পাঠানো হয়।
আর ম্যানচেস্টারে পঞ্চম টেস্ট শুরুর আগের করোনা আক্রান্ত হন ভারতের সহকারী ফিজিও যোগেশ পারমার। তাই টসের দেড় ঘন্টা আগে টেস্টটি বাতিল হয়।
বাতিল হওয়া টেস্ট আগামী গ্রীষ্মে আয়োজনের পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। চূড়ান্তভাবে টেস্ট ম্যাচটির তারিখ এখনো নির্ধারিত হয়নি।
টেস্ট হোক বা না-হোক, সিরিজটি ভারত জিতেছে বলে মনে করেন রোহিত। ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘শেষ টেস্ট ম্যাচ কবে হচ্ছে তা আমার জানা নেই। পরের বছর আদৌ সেটা খেলা হবে কি-না জানি না। তবে মনে মনে আমরা সিরিজ ২-১ ব্যবধানে জিতে গিয়েছি।’
ইংল্যান্ডের মাটিতে ভারতের পারফরমেন্সে সন্তুষ্ট রোহিত। তিনি বলেন, ‘পুরো সিরিজে দারুন খেলেছে ভারত। ব্যাটসম্যানরা খুব বেশি সুবিধা করতে না পারলেও, বোলাররা দারুন ছিল। ইংল্যান্ডের কন্ডিশনে প্রতিপক্ষকে ধারাবাহিকভাবে চাপে রাখতে সক্ষম হয়েছে ভারত।’
সিরিজে ৮ ইনিংসে ৩৬৮ রান করেছিলেন রোহিত। সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।নিজের পারফরমেন্স নিয়ে রোহিত বলেন, ‘টেস্ট ক্যারিয়ারের যেখানে দাঁড়িয়েছিলাম সে তুলনায় সিরিজটা ভাল হয়েছে। তবে এটি আমার সেরা সিরিজ বলতে রাজি নই। আমার এখনও সেরাটা দেওয়া বাকি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই নিজের টেকনিক এবং মানসিকতায় পরিবর্তন করেছিলাম। এরপর যেভাবে খেলেছি, তাতে খুশি।’