এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের ডি-গ্রুপের ফিক্সচার প্রকাশ করেছে এএফসি। ডি-গ্রুপের আয়োজক কুয়েতের বিপক্ষে ম্যাচ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের।
চলতি মাসের ২৫ তারিখ কুয়েতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের আসর শুরু করবে মারুফুল হকের দল।
টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে উজবেকিস্তানের। ২৮ অক্টোবর উজবেকদের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজরা।
গ্রুপের শেষ ম্যাচে ৩১ অক্টোবর বাংলাদেশ মুখোমুখি হবে সৌদি আরবের বিপক্ষে।
সবগুলো ম্যাচ হবে কুয়েতের জাবের আল আহমেদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
কুয়েত ও উজবেকিস্তানের ম্যাচ দুটো হবে বাংলাদেশ সময় ৮টা ৩৫ মিনিটে। আর সৌদি আরবের ম্যাচটি হবে আটটায়।
বাছাইপর্বে অংশ নিতে ২১ অক্টোবর দেশ ছাড়বে লাল সবুজের প্রতিনিধিরা। ইতোমধ্যে ঢাকা আবাহনী ক্লাবে আবাসিক ক্যাম্প শুরু করেছেন ফুটবলাররা।
টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলনরত অনূর্ধ্ব-২৩ জাতীয় দল। ছবি: বাফুফে
বর্তমানে জাতীয় দলের সঙ্গে অনুশীলনরত ফুটবলাররা আবাসিক ক্যাম্প শেষে সরাসরি অনূর্ধ্ব ২৩ দলের ক্যাম্পে যোগ দেবেন।
গোলকিপার: পাপ্পু হোসাইন, শান্ত কুমার রে, মিতুল মারমা, মাহফুজ হাসান প্রিতম।
ডিফেন্ডার: রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, সবুজ হোসাইন, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, তারিক রায়হান কাজী, আতিকুজ্জামান, টুটুল হোসেন বাদশা, মোহাম্মদ হৃদয়, মনির আলম, আইএসএ ফয়সাল, হাফিজুর রাহমান তপু, মনির হোসেন, রুস্তম ইসলাম দুখু মিয়া, মো. মাহমুদুল হাসান কিরণ।
মিডফিল্ডার: আবু সাঈদ, বিপলু আহমেদ, ফাহিম মোরশেদ, দীপক রয়, মানিক হোসেন মোল্লা, পাপন সিংহ, এনামুল গাজী।
স্ট্রাইকার: মারাজ হোসেন, রহিম উদ্দিন, ফয়সাল ফাহিম, মাহবুবুর রহমান, আমির হাকিম বাপ্পি, জাফর ইকবাল, জামির উদ্দিন, জুয়েল মোহাম্মদ,সাব্বির আহমেদ, নিহাত জামান উচ্ছ্বাস, ইউসুফ জুলকারনাইন হক।