শনিবার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা আশ্বাস দেন ম্যাচের ফল যাই হোক না কেন, বার্সার কোচ রোনালড কুমান থাকবেন তার দায়িত্বেই।চ্যাম্পিয়নস লিগে বেনফিকার কাছে ৩-০ গোলে হারের পর কুমানকে আর বার্সেলোনার ডাগআউটে দেখতে চাইছে না পরিচালনা পর্ষদ- এমন গুঞ্জন জোরেশোরে শোনা যাচ্ছিল শুক্রবার।
আশ্বাস পাওয়ার পরও ভাগ্য পাল্টায়নি কাতালান ক্লাবটি। আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরে লিগ টেবিলের ৯ নম্বরে আছে বার্সা। আতলেতির মাঠে টমাস লেমার ও বার্সেলোনার পুরোনো তারকা লুইস সুয়ারেসের গোলে নাস্তানাবুদ হয়েছে সফরকারী দল।
শেষ ছয় ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে বার্সেলোনা। হেরেছে তিনটিতে। আর হজম করেছে ৯ গোল। প্রতিপক্ষের জালে বল জড়াতে পেরেছে মাত্র একবার।
সবমিলিয়ে দুর্যোগ পার করছে লিওনেল মেসির সাবেক ক্লাব। আতলেতির কাছে হারের পর বিষয়টি স্বীকার করে নিয়েছেন দলের অন্যতম অভিজ্ঞ সদস্য জেরার্দ পিকে।
স্প্যানিশ সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘একটা জটিল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের সংগ্রাম করতে হচ্ছে। এটা লুকানোর কিছু নেই। একটা না, নানাবিধ সমস্যায় ভুগছে ক্লাব। তার পরও আমার মনে হয় আমরা ঘুরে দাঁড়াব।’
এমন সময়ের মধ্য দিয়ে ক্লাব আগে কখনও যায়নি- এমনটা উল্লেখ করে এই ডিফেন্ডার বলেন, ‘এত কিছুর পরও ড্রেসিং রুমের পরিবেশ ঠিক আছে। সবাই এই পরিস্থিতি বদলাতে মুখিয়ে আছে।’
তবে ক্লাবকে নিয়ে খেলোয়াড়রা আশাবাদী হলেও বিশেষজ্ঞরা এই দলকে নিয়ে প্রত্যাশা রাখছেন না। ভক্তরা লিগ ও চ্যাম্পিয়নস লিগ তো দূরের কথা, ইউরোপের দ্বিতীয় সারির টুর্নামেন্ট ইউরোপা লিগ জয়ের বিষয়েও খুব একটা জোর দিয়ে কিছু বলতে পারছেন না।