প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে নিজের অ্যাকাউন্ট খুলেছেন লিওনেল মেসি। এই আর্জেন্টাইন মহাতারকার নৈপুণ্যেই ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারায় ফ্রেঞ্চ জায়ান্টরা।
প্যারিসের হয়ে প্রথম গোল করার পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মেসি। ম্যাচ শেষে পারফরম্যান্সকে নিখুঁত বলে অভিহিত করেন ছয়বারের ব্যলন ডর জয়ী।
টিভি চ্যানেল কানাল প্লাসকে তিনি বলেন, ‘শক্তিশালী দলের বিপক্ষে একটা নিখুঁত ম্যাচ ছিল। ব্রুগার বিপক্ষে ড্রয়ের পর আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এক জয় ছিল।’
নিজের পারফরম্যান্সেও সন্তুষ্ট আর্জেন্টাইন অধিনায়ক। বিশেষ করে ক্লাবের জার্সিতে পুরো ৯০ মিনিট খেলতে পেরে খুশি মেসি।
বলেন, ‘গোল করে খুব ভালো লাগছে। গত কয়েক মাসে খুব বেশি খেলিনি। এখানে মাত্র একটা ম্যাচ খেলেছি। ধীরে ধীরে মানিয়ে নিচ্ছি। আসল বিষয় হচ্ছে জয় পাওয়া।’
নেইমার, দি মারিয়া, পারেদেসের মতো পরিচিতরা থাকলেও স্কোয়াডের বাকিদের সঙ্গে মাঠে যোগাযোগ বাড়ছে বলে জানান পিএসজির ৩০ নম্বর।
বলেন, ‘প্রতি ম্যাচের সঙ্গেই আমাদের যোগাযোগ বাড়বে। একসঙ্গে আমাদের খেলায় উন্নতি আনতে হবে। গত বছর ফাইনাল খেলেছে এমন একটা দলের বিপক্ষে বড় ম্যাচ জিতেছি। এটা ধরে রাখতে হবে। উন্নতির এখনও অনেক জায়গা আছে।’
দুই দিনের বিশ্রাম শেষে শুক্রবার আবারও অনুশীলনে ফিরবেন মেসি। রোববার ফ্রেঞ্চ লিগে রেঁনের বিপক্ষে পিএসজির ম্যাচ খেলে ফিরবেন আর্জেন্টিনায়।জাতীয় দলের হয়ে মেসির বাছাইপর্বের মিশন শুরু হচ্ছে ৮ অক্টোবর।