বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অবশেষে মেসিদের দেখা হচ্ছে ইতালির সঙ্গে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ সেপ্টেম্বর, ২০২১ ২১:০৯

কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ও ইউরো জয়ী ইতালির মধ্যে হবে এই বিশেষ ‘কোপা ইউরোআমেরিকা’। বিবৃতিতে টুর্নামেন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন (কনমেবোল) এর সম্মতির বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা।

মহাদেশীয় চ্যাম্পিয়নদের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট ফিফা কনফেডারেশনস কাপ বন্ধ করে দিয়েছে ফিফা। তবে ফুটবল ফ্যানদের দাবিতে নতুন একটু টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে ফিফা।

কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ও ইউরো জয়ী ইতালির মধ্যে হবে এই বিশেষ ‘কোপা ইউরোআমেরিকা’। বিবৃতিতে টুর্নামেন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন (কনমেবোল) এর সম্মতির বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা।

বিবৃততে বলা হয়, ‘এই সমঝোতার মাধ্যমে ইউয়েফা ও কনমেবোল তাদের ভৌগলিক সীমার বাইরেও ফুটবলের উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলো।’

নিয়মিত এই টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে লন্ডনে দুই সংস্থার বিশেষ কার্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছে ইউয়েফা ও কনমেবোল।

এই টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে কাতার বিশ্বকাপের আগে। ২০২২ সালের জুনে। তবে টুর্নামেন্টের ভেন্যু এখনও নিশ্চিত করেনি ফিফা।

ধারণা করা হচ্ছে এটি হতে পারে ইতালির সেরি আর ক্লাব নাপোলির ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে।

আর্জেন্টিনা ও ইতালি দুই দেশেই ম্যারাডোনা ফুটবল আইকন ছিলেন। তাই তার নামের স্টেডিয়ামকে মেসি ও আজ্জুরিদের লড়াইয়ের উপযুক্ত স্থান বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চলতি বছরের জুনে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকা জিতে আন্তর্জাতিক ট্রফির স্বাদ পায় লিওনেল মেসির আর্জেন্টিনা।

আর ইংল্যান্ডকে ফাইনালে পেনাল্টি শুট আউটে হারিয়ে ৫৩ বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপ জিতে নেয় ইতালি।

এ বিভাগের আরো খবর