২০১১ সালে যখন কাতার ইনভেস্টমেন্ট গ্রুপ প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) কিনে নেয়, তখন তাদের মূল লক্ষ্য ছিল ফ্রান্সের ক্লাবটিকে ইউরোপীয় ফুটবলের এলিটে পরিণত করা।
দশ বছরের মাথায় প্রচুর ঘরোয়া সাফল্য পেয়েছে পিএসজি। জনপ্রিয়তা পেয়েছে বহুগুণে, বিশ্বের বাঘা বাঘা সব খেলোয়াড় খেলেছেন তাদের জার্সিতে। কিন্তু ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব এখনও অধরা।
যেটি কাটাতে তারা অভাবনীয় কাজটি করে দেখিয়েছে মৌসুমের আগে। সর্বকালের সেরা লিওনেল মেসিকে নিয়ে এসেছে প্যারিসে। আর্জেন্টাইন তালিসমান আসার পর এখন তাদের ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন আরও জোরদার।
তবে, সব গল্পেরই যেমন অ্যান্টি ক্লাইম্যাক্স থাকে, তেমনি পিএসজির মেসি অধ্যায়ে এসেছে চোট ও গোল খরা। চোটে ভুগে লিগের ম্যাচ মিস করার পর রোববার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন ছয়বারের ব্যলন ডর জয়ী। এখনও নতুন ক্লাবের হয়ে গোল পাননি মেসি।
বুধবার তিনি নামছেন মাঠে এটা একরকম নিশ্চিত। নেইমার, এমবাপে ও মেসিকে শুরুর একাদশে রাখার সম্ভাবনা বেশি চাপে থাকা ম্যানেজার মরিসিও পচেত্তিনোর।
ফ্রেঞ্চ লিগে আট ম্যাচের আটটিতেই জিতেছেন, তারপরও পচেত্তিনোর ওপর এই চাপ ইউরোপে পারফর্ম করার। চ্যাম্পিয়নস লিগের শুরুর ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রুগার ম্যাচে ম্যাড়ম্যাড়ে ড্রয়ে সমর্থকদের চটিয়েছে তার দল।
দ্বিতীয় ম্যাচে তাই প্রত্যাশা মেটানোর চাপ পিএসজি ও পচেত্তিনোর ওপর আরও বেশি।
কাজটা সহজ হবে না। ইউরোপের অন্যতম সেরা দল ম্যানচেস্টার সিটিকে নিজ মাঠে পাচ্ছে পিএসজি। ইংল্যান্ডের সেরা দল বনাম ফ্রান্সের সেরা দল, মেসি বনাম গার্দিওলা ম্যাচটিকে বিশেষজ্ঞরা নানা মাত্রা দিলেও আদতে এটি হতে পারে পচেত্তিনোর সামনে শেষ সুযোগ।
বুধবার রাত ১টায় নেমে তাকে শুধু জিতলে চলবে না। জিততে হবে চোখ ধাঁধানো ফুটবল খেলে। জিততে হবে নেইমার-মেসি-এমবাপেদের সেরাটা বের করে এনে।
বিশ্বের সেরা ফুটবল কোচ গার্দিওলার দল ট্যাকটিকালি কতটুকু ঝানু সেটা তারা দেখিয়েছে চেলসির বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে। প্রেসিং ফুটবল ও হাই-লাইন ডিফেন্স করে তারা অকার্যকর করে রাখে চেলসির মাঝমাঠ ও তাদের তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকুকে।
গ্রুপ-এর ম্যাচে নেইমার-এমবাপেকে কুলুপ এঁটে রাখার ছক কষবেন গার্দিওলা সেটা নিশ্চিত। আর শিষ্য মেসির সব কিছু তো তার নখদর্পণে।
সবকিছু পাল্টে দিতে পারেন ওই একজন। ৩০ নম্বর জার্সিতে পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেসে অভিষেক হচ্ছে মেসির। পিএসজি-সিটি ম্যাচের ব্যবধান গড়ে দিতে পারেন আর্জেন্টাইন মহাতারকা।