দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মঙ্গলবার দুপুরে দেশ ছেড়েছেন জাতীয় দলের ফুটবলাররা। প্রায় দুই দশকের শিরোপা খরা কাটাতে বদ্ধপরিকর হয়ে এবার টুর্নামেন্টটিতে যাচ্ছে জামাল ভুঁইয়ারা।মঙ্গলবার বেলা ২টা ৪০ মিনিটে মালদ্বীপ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন সুফিল-জামালরা। সরাসরি সাড়ে চার ঘন্টার বিমান যাত্রা শেষে সন্ধ্যা ৭টা নাগাদ মালদ্বীপের মালেতে পৌঁছাবেন তারা।১ অক্টোবর থেকে শুরু টুর্নামেন্টে অংশ নিতে ফুটবলারদের কোয়ারেন্টিন প্রয়োজন হবে না। শর্ত একটাই, করোনা পরীক্ষায় সবাইকে নেগেটিভ হতে হবে। নেগেটিভ হওয়া সাপেক্ষে দলের সঙ্গে থাকতে পারবেন ফুটবলাররা।সাফের এবারের আসরে মোট পাঁচটি দল অংশ নেবে। বাংলাদেশ ও স্বাগতিক মালদ্বীপ ছাড়াও খেলবে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা।গ্রপপর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে রাউন্ড রবিন লিগের মতো করে। রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দলকে নিয়ে সরাসরি অনুষ্ঠিত হবে ফাইনাল।এই টুর্নামেন্টকে কেন্দ্র করে গেল ২৩ তারিখ ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বাংলাদেশের সাফ স্কোয়াড
গোলকিপার: আশরাফুল রানা, আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল।
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, টুটুল হোসেন।মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রাকিব হোসেন ও আতিকুর রহমান ফাহাদ।ফরোয়ার্ড: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, মতিন মিয়া, জুয়েল রানা।