বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফাতির অন্যরকম অভিষেকের দিনে জয়ে ফিরল বার্সা

  •    
  • ২৬ সেপ্টেম্বর, ২০২১ ২৩:০৬

গায়ে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির ১০ নম্বর জার্সি। এই জার্সি নিয়ে অন্যরকম অভিষেকের দিনটি গোল করে রাঙিয়ে রাখলেন স্প্যানিশ স্ট্রাইকার আনসু ফাতি।

ইনজুরি থেকে প্রায় বছর খানেক সময় পরে বার্সার জার্সিতে মাঠে নামলেন আনসু ফাতি। এবার গায়ে সাবেক ফুটবলার লিওনেল মেসির ১০ নম্বর জার্সি। এই জার্সি নিয়ে অন্যরকম অভিষেকের দিনটি গোল করে রাঙিয়ে রাখলেন স্প্যানিশ স্ট্রাইকার।

তার গোলের দিনে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। লেভান্তের বিপক্ষে ক্যাম্প ন্যুতে ৩-০ ব্যবধানে জিতেছে কাতালান বাহিনী।

এ ম্যাচের মধ্য দিয়ে লিগে দুই ম্যাচ ও চ্যাম্পিয়ন্স লিগসহ তিন ম্যাচের পর জয়ে ফিরেছে রোনাল্ড কুমানের শিষ্যরা।

বায়ার্ন মিউনিকের সঙ্গে হারের তিক্ত অভিজ্ঞতার পর লিগে গ্রানাদা ও কাদিসের বিপক্ষে ড্রয়ের হোঁচট পায় বার্সা।

এই ম্যাচটা ঘরের মাঠে তাই জয়ের প্রত্যাশা নিয়ে নেমেছিল কুমান বাহিনী।

মেমফিস ডিপায়ের পেনাল্টি গোলে ম্যাচের ছয় মিনিটে লিড নেয় স্বাগতিকরা। পরে ম্যাচের ১৪ মিনিটে ওয়ান টু ওয়ানে সার্জিনিও ডেস্তের দারুণ পাস থেকে ডি-বক্সের মাঝখান থেকে দুর্দান্ত একটি গোল করেন লুল ডি ইয়ং।

দুই ডাচ ফুটবলারের গোলের দিনে বার্সার শেষটা রঙিন হলো ফাতির গোলে।

প্রায় মাঝমাঠ থেকে বলটা পেয়ে বক্সের দিকে এগিয়ে যান ১০ নম্বর জার্সিতে প্রথমবার মাঠে নামা ফাতি। ঠিক বক্সের সামনে এসে লেভান্তের ডিফেন্ডারকে ড্রিবলিং করে ডান পায়ের নিচু শটে বল জালে জড়ান এই স্প্যানিশ ফরোয়ার্ড। ম্যাচ তখন ইনজুরি টাইমে চলছিল।

জয়ে ফেরার দিনে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে বার্সেলোনা। ছয় ম্যাচে তাদের ঝুলিতে পয়েন্ট ১২। আর ১৭ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বেশি খেলে রিয়াল মাদ্রিদ শীর্ষে অবস্থান করছে।

এ বিভাগের আরো খবর