বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসিকে ছাড়া ভালোই যাচ্ছে পিএসজির

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ সেপ্টেম্বর, ২০২১ ১১:৫১

লিগ ম্যাচে নিজ মাঠে মঁপলিয়েকে ২-০ গোলে হারিয়ে লিগে টানা আট ম্যাচে জয়ের রেকর্ড ধরে রেখেছে পিএসজি। গোল করেছেন গুয়ায়ে ও ড্র্যাক্সলার।

দলবদলের বাজারে চমক সৃষ্টি করে দলে আনার পর লিওনেল মেসিকে মাত্র তিন ম্যাচে পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সর্বকালের সেরা ফুটবলারদের একজন এরপর পড়েছেন চোটে। যার কারণে খেলতে পারেনি ফ্রেঞ্চ লিগ ওয়ান পিএসজির সবশেষ ম্যাচে।

তাতে খুব একটা সমস্যা হয়নি প্যারিসিয়ানদের। লিগ ম্যাচে নিজ মাঠে মঁপলিয়েকে ২-০ গোলে হারিয়ে লিগে টানা আট ম্যাচে জয়ের রেকর্ড ধরে রেখেছে পিএসজি।

নিজেদের স্টেডিয়াম পার্ক দে প্রিন্সেসে শুরু থেকেই মঁপলিয়েকে কোণঠাসা করে রাখে পিএসজি। মেসি না থাকলেও কিলিয়ান এমবাপে ও নেইমার ছিলেন স্বাভাবিক ছন্দে।

শুরুর গোলের পেছনে অবদান ছিল এমবাপের। দ্রুত আক্রমণে উঠে নেইমারের উদ্দেশে বল ছাড়েন এই ফ্রেঞ্চ তারকা ফরোয়ার্ড।

সেটি মঁপলিয়ে ডিফেন্ডারের পায়ে লেগে চলে যান আনহেল দি মারিয়ার পায়ে। দি মারিয়া বক্সের কিনারায় খুঁজে নেন ইদ্রিসা গুয়ায়েকে।

দারুণ শটে পিএসজিকে লিড এনে দেন গুয়ায়ে। ১৪ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি।

ম্যাচের শুরু এগিয়ে যাওয়ার পর কিছুটা ধীর হয়ে আসে স্বাগতিকদের গতি। ৪২ মিনিটে আন্দের এরেরার শট ক্রসবারে লাগলে লিড দ্বিগুণ করার সুযোগ হারায় পিএসজি।

বিরতির পরও আক্রমণগুলো গুছিয়ে উঠতে পারছিল না পিএসজি। মাঝমাঠে তারা ভুগছিল মেসির সৃষ্টিশীলতার অভাবে।

নেইমার ও এমবাপে দূরপাল্লার শটে চেষ্টা করেন বার দুয়েক। কিন্তু ভাগ্য সহায় হয়নি। ম্যাচ নিশ্চিত করতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় পিএসজিকে।

৮৯ মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে ইউলিয়ান ড্র্যাক্সলারের গোলে তিন পয়েন্ট নিশ্চিত হয় তাদের।

এরপর তিন দিনের বিশ্রাম পাচ্ছে লিগের শীর্ষে থাকা পিএসজি। মঙ্গলবার রাতে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মোকাবিলা করবে মরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

ওই ম্যাচের আগে মেসি পুরো সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী পিএসজির মেডিক্যাল টিম।

এ বিভাগের আরো খবর