বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টানা তিন ম্যাচে জয়শূন্য বার্সেলোনা

  •    
  • ২৪ সেপ্টেম্বর, ২০২১ ০৭:০৩

লা লিগার ম্যাচে কাদিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রোনাল্ড কুমানের দল। এতে করে লিগ টেবিলের ৭ নম্বরে থাকল বার্সেলোনা। লিগ মৌসুমে পাঁচ ম্যাচে মাত্র দুই জয় সাবেক চ্যাম্পিয়নদের।

খারাপ সময়টা কাটছে না বার্সেলোনার। বিপর্যয়ের একটি মৌসুম কাটানোর ইঙ্গিত দিচ্ছে কাতালান জায়ান্টরা। লা লিগার ম্যাচে কাদিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে রোনাল্ড কুমানের দল।

এতে করে লিগ টেবিলের ৭ নম্বরে থাকল বার্সেলোনা। লিগ মৌসুমে পাঁচ ম্যাচে মাত্র দুই জয় সাবেক চ্যাম্পিয়নদের।

কাদিসের মাঠে প্রথমার্ধে একবারে সাদামাটা ফুটবল উপহার দেয় দুই দল। স্বাগতিক কাদিস কিংবা বার্সেলোনা কোনো দলের পক্ষ থেকে গোলে কোনো শট ছিল না প্রথম ৪৫ মিনিট।

সুযোগও তৈরি করতে পারেনি কেউ।

খেলার গতি পরিবর্তন হয় দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৬৫ মিনিটে কাদিসের ডিফেন্ডার আলফোনসো এসপিনোকে জোড়া পায়ে ট্যাকল করে লাল কার্ড দেখেন বার্সেলোনার মিডফিল্ডার ফ্র্যাংকি ডি ইয়ং।

১০ জনের প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলা শুরু করে কাদিস। আক্রমণ রচনা করলেও গোলের দেখা পায়নি তারা।

মূলত বার্সা গোলকিপার মার্ক-আন্ড্রে টের স্টেগেনের রক্ষণ ভাগ ভাঙতে ব্যর্থ হয় স্বাগতিক দল।

ম্যাচের ইনজুরি টাইমে আরেকটি লাল কার্ড দেখে বার্সেলোনা। এবারে কোনো খেলোয়াড় নন, ডাগ আউটে থাকা বার্সেলোনা কোচ রোনাল্ড কুমানকে লাল কার্ড দেখান রেফারি।

সার্হি রবের্তোকে হলুদ কার্ড দেখানোর প্রতিবাদ করেন বার্সা বস। আর তাতেই পেতে হয় শাস্তি।

নির্ধারিত ৯০ মিনিট ও ইনজুরি টাইমের সাত মিনিট, সব মিলিয়ে ৯৭ মিনিট গোলের দেখা না পেয়েই মাঠ ছাড়ে দুই দল।

ম্যাচ শেষে রেফারির ওপর ক্ষোভ ঝাড়েন কুমান। বার্সা টিভিকে প্রতিক্রিয়ায় বলেন, ‘তারা স্নায়ুচাপে পড়ে আমাকে লাল কার্ড দেখায়নি। আমি তাদের বলেছি যে সেকেন্ড বল হয়েছে ও এখন সময় থামাতে হবে, এ জন্য আমাকে বের করে দিয়েছে। এই দেশে কোনো কিছু না করেই লাল কার্ড দেখতে হয়।'

বার্সেলোনা মিডফিল্ডার সার্হি রবের্তো ম্যাচ শেষে স্বীকার করেননি যে দল বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য এখনও লিগ শিরোপা জেতা- এমনটা মনে করিয়ে দেন তিনি।

টিভি চ্যানেল মুভিস্টারকে ম্যাচ শেষে বলেন, ‘আমার মনে হয় না অন্য দলগুলোর স্কোয়াড আমাদের চেয়ে ভালো। আমাদের সেরা চারে থাকলেই শুধু হবে না, লিগ জিততে হবে।’

কাদিসের বিপক্ষে হতাশা কাটিয়ে ওঠার খুব বেশি সময় পাচ্ছে না কুমানের দল। রোববার রাতে নিজ মাঠ কাম্প ন্যুয়ে লেভান্তের বিপক্ষে নামছে বার্সেলোনা। তার তিন দিন পর ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে পর্তুগালের ক্লাব বেনফিকার মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা।

এ বিভাগের আরো খবর