সাইফ গ্লোবাল স্পোর্টসের জেনারেল ম্যানেজার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক কর্মকর্তা আহমেদ সাইদ আল ফাত্তাহ আর নেই।
হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে স্ত্রী ও কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।
তার স্ত্রী আফরোজা আহমেদ বীথি সাংবাদিকদের জানান, রাতে সাড়ে তিনটার পর অসুস্থ হয়ে পড়েন ফাত্তাহ। হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি জানান।
ঢাকা ক্যান্টনমেন্ট পোস্ট অফিস মসজিদে জানাজা শেষে কুষ্টিয়ায় পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হচ্ছে ফাত্তাহকে।
ক্রীড়াঙ্গনের পরিচিত মুখগুলোর একজন ছিলেন ফাত্তাহ।
২০০৫ সালে মিডিয়া ম্যানেজার হিসেবে বাফুফেতে যোগদান করেন তিনি। খুব অল্প দিনে ফাতাহ ক্রীড়াঙ্গন ও সংবাদমাধ্যমে সবার প্রিয় হয়ে ওঠেন৷ ২০১১ সালে বাফুফের সঙ্গে তার সম্পর্কছেদ ঘটে। কয়েক বছর নিজ জেলা কুষ্টিয়াতে যান। সেখানে নারী ফুটবল নিয়ে কাজ করেন।
২০১৬ সালে আবার বাফুফেতে যোগদান করেন। সেবার মার্কেটিং ও সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সচিব হিসেবে। তিন বছর এই দায়িত্বে ছিলেন।
২০১৯ সাল থেকে স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপ সাইফ গ্লোবাল স্পোর্টসে যোগ দেন। সেখানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। দেশের অন্যতম শীর্ষ ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন৷
ফুটবলের বাইরে অন্যান্য খেলাধুলা নিয়েও সমান আগ্রহ ছিলো আহমেদ সাঈদ আল ফাত্তাহর।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবলাঙ্গনে। শোক জানিয়েছে সাইফ গ্রুপ।