সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের প্রাথমিক দলে ডাক পেয়েছেন এলিটা কিংসলে। তবে থেকেও যেন নেই এই ফরোয়ার্ড। তার খেলা না খেলার সিদ্ধান্ত ঝুলছে এখন ফিফার আদালতে। বিশ্ব ফুটবল সংস্থার অনুমতি মিললে খেলার সুযোগ পাবেন তিনি।
ফিফার ক্লিয়ারেন্স কবে আসবে তা এখনও নিশ্চিত নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিষয়টা ভাবাচ্ছে জাতীয় দলের কোচের দায়িত্ব পাওয়া অস্কার ব্রুজনকে। গত এএফসি কাপে অনুমতিপত্র না থাকায় টুর্নামেন্টে দর্শক হয়ে থাকতে হয়েছিল বসুন্ধরা কিংসের কিংসলেকে। তাকে দলে রেখেও খেলাতে পারেননি অস্কার।
এবার অনুমতি না পেলে এলিটার বিকল্প ভেবে রেখেছেন কোচ অস্কার ব্রুজন।
তিনি বলেন, ‘কিংসলে অনুমতি না পেলে আমাদের দলে আরও স্ট্রাইকার রয়েছে। কৌশল বদল হবে। বিপিএলের সেরা স্ট্রাইকাররা আছেন দলে। এলিটা না থাকলে কৌশলে পরিবর্তন আসবে। আক্রমণভাগ, মাঝমাঠ আর ডিফেন্স সাজানো হবে সেভাবে।’
সাফ ফুটবলের জন্য ঘোষিত ২৬ সদস্যের দলে চার স্ট্রাইকারকে রেখেছেন অস্কার। তারা হলেন- মাহবুবুর রহমান সুফিল, সুমন রেজা, মতিন মিয়া ও জুয়েল রানা। কিংসলের অনুমতিপত্র কবে নাগাদ মিলবে জানতে চাইলে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘কিংসলের জন্য আবেদন করেছি ফিফায়। তারা অনুমতি দেয়নি এখনও। এই মুহূর্ত পর্যন্ত সাফে খেলার যোগ্য নয় এলিটা, যতক্ষণ হচ্ছে না ততক্ষণ আমরা অপেক্ষায় আছি।’
২৬ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনুমতি পাওয়া যেতে পারে বলে জানান তিনি। সাফ খেলতে ২৮ সেপ্টেম্বর মালদ্বীপ যাবে বাংলাদেশ।১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের প্রথম দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। বাংলাদেশের প্রথম খেলা ১ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে।