বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘বার্সেলোনার ক্ষত ঢেকে দিতেন মেসি’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৩৪

মেসির কারণে এতদিন বার্সেলোনার দূর্বলতা প্রকাশ পায়নি বলে জানান কুমান।নেদারল্যান্ডসের ক্রীড়া পত্রিকা ফুটবলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মেসি এতটাই দুর্দান্ত ছিলেন যে সবকিছু তার আড়ালে থাকত।

লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক এখন ইতিহাস। ২১ বছর ক্লাবে থাকার পর সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন পাড়ি দিয়েছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। মেসিকে ছাড়া নতুন জীবন শুরু করেছে বার্সেলোনা।ক্লাব আইকন চলে যাওয়ার পর সময়টা ভালো যাচ্ছে না কাতালানদের। লা লিগায় আট নম্বরে আছে তারা। চার ম্যাচে দুই জয় ও দুই ড্রয় পেয়েছে রোনাল্ড কুমানের দল। চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হজম করেছে ৩-০ গোলের হার।খারাপ পারফরম্যান্সের পর মেসির জন্য সমর্থকদের হাহাকার বাড়ার সঙ্গে ক্ষোভ জমা হচ্ছে হেড কোচ কুমানের জন্যও। দলের সামর্থ্যের সর্বোচ্চটা ব্যবহার করছেন না এই ডাচ ট্যাকটিশিয়ান এমনটা অভিযোগ ভক্তদের।তবে কুমান চাপে নতি স্বীকার করছেন না। মেসির কারণেই এতদিন বার্সেলোনার দূর্বলতা প্রকাশ পায়নি বলে জানান তিনি।নেদারল্যান্ডসের ক্রীড়া পত্রিকা ফুটবলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মেসি এতটাই দুর্দান্ত ছিলেন যে সবকিছু তার আড়ালে থাকত।কুমান বলেন, ‘মেসি সব ক্ষত ঢেকে দিতেন। উনি প্রতি ম্যাচে মূল পার্থক্য গড়ে দিতেন। তার আশেপাশে খেলোয়াড় যারা ছিলেন মেসির কারণে তাদেরকে আরও ভালো মনে হতো। এটা কোনো সমালোচনা নয়, এটা আমার পর্যবেক্ষণ।’মেসি-সুয়ারেস-গ্রিজমান চলে যাওয়ার পর বার্সেলোনার দায়িত্বভার সামলাতে হচ্ছে মেম্ফিস ডিপায়, লুক ডি ইয়ং ও ফ্র্যাংকি ডি ইয়ংদের। ভবিষ্যতের জন্য আনসু ফাতি, গাভি ও ইউসুফ দেমিরের মতো আনকোরাদের ওপর ভরসা রাখা ছাড়া উপায় নেই কুমানের।স্পেনে এক সংবাদ সম্মেলনে বুধবার তিনি বলেন, ‘দলটা পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে। এটাতে সময় লাগবে। তরুণ যারা আছে তাদের তারকা হতে বছর দুয়েক সময় লাগবে। চাভি ও ইনিয়েস্তার যেমনটা লেগেছিল।’সব মিলিয়ে ভক্ত-সমর্থকদের কাছে আরও সময় চেয়েছেন কুমান। আরেকটু ধৈর্য্য ধরতে বলছেন সবাইকে।তিনি যোগ করেন, ‘দলটাকে আমাদের আবার তৈরি করতে হবে বড় ধরনের কোনো আর্থিক সহায়তা ছাড়াই। তরুণরা তাদের সুযোগ পাবেন। কিন্তু ধৈর্য্য ধরতে হবে সবাইকে।’বছর দুয়েকের কথা বললেও এতটা সময় হয়তো পাবেন না কুমান। বিশ্লেষকদের ধারণা আগামী ১০ দিন হতে যাচ্ছে এই ডাচ কোচের জন্য পরীক্ষার সময়।বৃহস্পতিবার লা লিগায় কাদিসের মাঠে নামছে বার্সেলোনা। দুই দিন বিরতির পর নিজেদের মাঠে তারা মোকাবিলা করবে লেভান্তের। ২৯ সেপ্টেম্বর ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে বেনফিকার মাঠে যাচ্ছে বার্সেলোনা।এরপর ৩ অক্টোবর লা লিগা চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হচ্ছে কুমানের দল।

এ বিভাগের আরো খবর