ছয় মাস বিরতির পর ভেন্যু বদল করে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২১ সালের আসরে দ্বিতীয় পর্ব। তৃতীয় দিনে এসে আবারও করোনাভাইরাসের আক্রমণের মুখে পড়েছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।সানরাইজার্স হায়দরাবাদ দলের সিমার টি নটরাজনের পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়েছে। দুবাইয়ে দলের থেকে আলাদা হয়ে আইসোলেশনে আছেন তিনি।আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃততে বিষয়টি নিশ্চিত করেছে। তবে বুধবার বিকেলে সানরাইজার্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যেকার ম্যাচ সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানানো হয় বিবৃতিতে।নটরাজনের সংস্পর্শে আসা আরও পাঁচজনকে আইসোলেশনে রাখা হয়েছে। বুধবার সকালে করোনা পরীক্ষা করানো হয় সানরাইজার্সের বাকি খেলোয়াড়দের। নটরাজন ছাড়া বাকি সবাই নেগেটিভ হয়েছেন।করোনা ভাইরাসের কারণে গত মে মাসে আইপিএল স্থগিত করা হয়। ভারত থেকে টুর্নামেন্ট সরিয়ে আরব আমিরাতে নিয়ে আসা হয় এই টি-টোয়েন্টি আসরকে।প্রথম পর্যায়ে ২৯টি ম্যাচ হওয়ার পর টুর্নামেন্ট স্থগিত হয়ে যায়। দ্বিতীয় পর্যায়ে বাকি ৩১টি ম্যাচ হওয়ার কথা।আইপিএল খেলতে এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রিকেটাররা যোগ দিয়েছেন। আরব আমিরাতে সামনের মাস থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।ক্রিকেটাররা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় এই টুর্নামেন্টটিকে। বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানও খেলছেন নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে।সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্স আর মুস্তাফিজ খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে।
আইপিএলে আবারও করোনার আঘাত
আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃততে বিষয়টি নিশ্চিত করেছে। তবে বুধবার বিকেলে সানরাইজার্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যেকার ম্যাচ সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানানো হয় বিবৃতিতে।
-
ট্যাগ:
- আইপিএল
এ বিভাগের আরো খবর/p>