ঘোড়ার গাড়িতে চলে বাদ্যের তালে তালে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঢুকছেন মেরিনার ইয়াংস ক্লাবের হকির খেলোয়াড়রা। প্রিমিয়ার লিগে এমন আমেজের মধ্য দিয়ে মঙ্গলবার দলবদলের কার্যক্রম সেরেছে শিরোপা প্রত্যাশী দলটি।
শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে এবার জাতীয় দলের তারকাসহ তরুণ, অভিজ্ঞ মিশেলে ভারসাম্য রেখে দল সাজিয়েছে মেরিনার্স। একই সঙ্গে দলকে শক্তিশালী করতে উঁচু মানের বিদেশি খেলোয়াড় নেয়ার পরিকল্পনা করছে তারা।
হকি খেলোয়াড় সারওয়ার মুর্শেদ শাওনকে নিয়ে মেরিনার্সের বিপক্ষে মামলা করে মোহামেডান। এবার পাল্টা মামলা করার উদ্যোগ নিচ্ছে মেরিনার ক্লাব।
দলকে নিয়ে আশাবাদী অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলেন, ‘দল শক্তিশালী হয়েছে। আমরা ফাইট দিব। আরও শক্তিশালী করতে ভালো মানের বিদেশি খেলোয়াড় খোঁজা হচ্ছে। ১০-১৫ জনকে নির্বাচন করা হয়েছে।’
দলের কোচ মামুনুর রশিদের কণ্ঠেও আত্মবিশ্বাস, ‘ক্লাব আশ্বাস দিয়েছিল ভালো দল গড়বে। আমরা চেষ্টা করেছি একটা ভারসাম্য দল গড়ব। আমি আশাবাদী দল ভালো করবে।’
দলে যোগ দেয়া বাংলাদেশ সেনাবাহিনীর জাতীয় দলের ফরোয়ার্ড মিলন হোসেন বলেন, ‘দল যাতে ভালো কিছু করতে পারে সেই চেষ্টা থাকবে। ইনশাল্লাহ ভালো কিছু হবে।’
সম্প্রতি মোহামেডান শাওনকে নিজেদের খেলোয়াড় দাবি করার ঘটনায় উত্তপ্ত হয় হকি প্রাঙ্গন। ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। মোহামেডানের মামলার বিপক্ষে পাল্টা মামলার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান মেরিনার্সের কোষাধ্যক্ষ নাসিম রেজা মিজান।
তিনি বলেন, ‘আমরা অবশ্যই জবাব দেব। কারণ এ ছাড়া আমাদের কোনো উপায় নেই। যদি আমরা মামলা না করি তাহলে আমরাই তো অপরাধী হয়ে গেলাম! মিথ্যুক হয়ে গেলাম ঠিক না?’
দলবদল চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরই মধ্যে দলবদলের কার্যক্রম সেরে ফেলেছে ঢাকা আবাহনী ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব।