বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চোটে মেসি, খেলছেন না মেসের বিপক্ষে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ সেপ্টেম্বর, ২০২১ ১৯:২০

মেসিকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে ক্লাবের মেডিক্যাল বোর্ড। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে পিএসজি। মেসের বিপক্ষে বুধবারের ম্যাচে থাকছেন না ছয়বারের ব্যলন ডর জয়ী। শনিবার মঁপলিয়ের বিপক্ষে তাকে ফিরে পাওয়ার আশা করছেন পচেত্তিনো।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে যাওয়ার পর থেকে কিছুটা কঠিন সময় যাচ্ছে লিওনেল মেসির। তিন ম্যাচ খেলেছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে। এর মধ্যে দুটি লিগে। গোলের দেখা পাননি এখনও।

সবশেষ রোববার রাতে অলিম্পিক লিঁওর বিপক্ষে নামেন পিসজির জার্সিতে। গোল না পেলেও দারুণ খেলেন ম্যাচে। পিএসজির আক্রমণভাগের দায়িত্বে ছিলেন আর্জেন্টাইন এই মেগাস্টার।

তবে ৭৬ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেন পিএসজি ম্যানেজার মরিসিও পচেত্তিনো। ম্যাচ ২-১ গোলে জিতলেও, পচেত্তিনোর সিদ্ধান্ত ভক্তদের পাশাপাশি অবাক করে মেসিকেও।

পরদিন সোমবার পিএসজি জানায় বাম হাঁটুতে চোট পেয়েছেন এ বিশ্বসেরা ফুটবলার। তবে ভয়ের কিছু নেই।

মঙ্গলবার জানা গেল, চোট যতটা ভাবা হয়েছিল তার চেয়ে গুরুতর। যে কারণে মেসিকে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে ক্লাবের মেডিক্যাল বোর্ড। বিকেলে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে পিএসজি।

ফলে মেসের বিপক্ষে বুধবারের ম্যাচে থাকছেন না ছয়বারের ব্যলন ডর জয়ী। শনিবার মঁপলিয়ের বিপক্ষে তাকে ফিরে পাওয়ার আশা করছেন পচেত্তিনো।

সামনের সপ্তাহে নিজ মাঠে মেসির গুরু পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির মোকাবিলা করবে পিএসজি। চ্যাম্পিয়নস লিগের ওই হেভিওয়েট ম্যাচের আগে মেসিকে পুরো সুস্থ অবস্থায় ফিরে পেতে চায় প্যারিসিয়ানরা।

যে কারণে আগামী ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান ক্লাবটির চিকিৎসকেরা।

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে আগস্টে পিএসজিতে যোগ দেন মেসি। ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুমে টানা ছয় ম্যাচ জিতে শীর্ষে আছে পিএসজি।

এ বিভাগের আরো খবর