জাতীয় দলের দায়িত্বে জেমি ডের জায়গায় অস্কার ব্রুজনের নাম ঘোষণা করা হয়েছিল শুক্রবার। এর তিনদিন পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে জানাল সাফ পর্যন্তই দলের দায়িত্বে থাকছেন এই স্প্যানিশ কোচ।
শুক্রবার হুট করেই জেমি ডেকে বরখাস্ত করে ব্রুজনকে নিয়োগের সিদ্ধান্ত জানায় বাফুফে। ব্রুজনের সঙ্গে চুক্তি কেমন হবে সেটারও বিস্তারিত জানায়নি সংস্থাটি।
মঙ্গলবার ব্রুজনের সঙ্গে আলোচনায় বসেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। আলোচনা শেষে ঠিক হয় ব্রুজনকে সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্তই আপাতত দায়িত্ব দেয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে শুধু সাফ ফুটবলে দায়িত্ব নিতে চলেছেন অস্কার ব্রুজন।
নাবিল আহমেদ বলেন, ‘অস্কার শুধু সাফের জন্য কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। সাফের পরে দীর্ঘমেয়াদী করা যায় কী না সে বিষয়ে ভাবা হবে। আপাতত সাফে অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিবেন তিনি। যেহেতু তিন মৌসুম বাংলাদেশের ফুটবলটা অস্কার দেখেছেন, দেশের ফুটবলটা নিয়ে ভালো বোঝেন। আশা করছি সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন অস্কার।’
সাফসহ তিনটি টুর্নামেন্টের জন্য প্রাথমিকভাবে অস্কারকে দায়িত্ব দেয়ার পরিকল্পনা ছিল বাফুফের। সেই জায়গা থেকে সরে এসেছে ফেডারেশন। বৈঠকে কোচ ও ফেডারেশন মিলে শুধু সাফের জন্য দায়িত্ব পালনের সিদ্ধান্তে একমত হয়।
টুর্নামেন্টের জন্য মঙ্গলবার জাতীয় দল ঘোষণা করার কথা থাকলেও একদিন পিছিয়ে বুধবার সেটি ঘোষণা করতে যাচ্ছে বাফুফে। দল নিয়েও ব্রুজনের সঙ্গে আলোচনা করেছে ফেডারেশন। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন এই স্প্যানিশ কোচ।
দল ঘোষণা না হলেও মঙ্গলবার আবাসিক ক্যাম্পে যোগ দিচ্ছেন জাতীয় দলের কয়েকজন ফুটবলার। অন্যরা বুধবার যোগ দেবেন ক্যাম্পে।