বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘পাকিস্তানে কোনোভাবেই থাকা সম্ভব ছিল না’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৯ সেপ্টেম্বর, ২০২১ ১১:৫৯

ফেরার পথে এই মুহূর্তে দুবাইয়ে আছে নিউজিল্যান্ড দল। সেখানে এনজেডসির প্রধান ডেভিড হোয়াইট জানান, তারা যে ধরনের তথ্য পেয়েছিলেন, তারপর পাকিস্তানে থাকা কোনোভাবেই সম্ভব ছিল না।

শুক্রবার নিরাপত্তা ইস্যু দেখিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলা শুরুর আগ মুহূর্তে সিরিজ বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল।তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল দুই দলের। সিরিজ না খেলে দেশে ফিরে যায় ব্ল্যাক ক্যাপস।

ফেরার পথে এই মুহূর্তে দুবাইয়ে আছে নিউজিল্যান্ড দল। সেখানে এনজেডসির প্রধান ডেভিড হোয়াইট জানান, তারা যে ধরনের তথ্য পেয়েছিলেন, তারপর পাকিস্তানে থাকা কোনোভাবেই সম্ভব ছিল না।

হোয়াইট রোববার এক বিবৃতিতে বলেন, ‘আমাদের জানানো হয় যে, দলের ওপর হামলা হওয়ার সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য তথ্য আছে। নিউজিল্যান্ড সরকারের সঙ্গে আমরা একাধিকবার কথা বলে পিসিবিকে আমাদের সিদ্ধান্ত জানাই। আমরা এটা জানি যে দুই দেশের প্রধানমন্ত্রীও এ বিষয়ে ফোনে কথা বলেছেন। দুঃখজনকভাবে আমরা যে তথ্য পাই তার পর কোনোভাবেই পাকিস্তানে আমাদের পক্ষে থাকা সম্ভব ছিল না।’

পিসিবি অবশ্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে সিরিজটি যেন মাঠে গড়ায়। তবে নিউজিল্যান্ড দল শুক্রবারই পাকিস্তান ছেড়ে যায়। হোয়াইট পিসিবিকেও ধন্যবাদ জানান সার্বিক সহযোগিতার জন্য।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা জানি যে পিসিবির জন্য এটা খুবই কঠিন একটা সময়। আমরা পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান ও তার পুরো কর্মীদের প্রতি কৃতজ্ঞ। তারা আমাদের অত্যন্ত পেশাদারভাবে সাহায্য করেছেন ও খেয়াল রেখেছেন।’

নিউজিল্যান্ডের এই সিরিজ বাতিলের বিষয়টি ভাবাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) ও ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ)। দুই দেশ পাকিস্তান সফর নিয়ে আগামী দু-তিন দিনের মধ্যে নিজেদের সিদ্ধান্ত জানাবে।

পাকিস্তানের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করছে ইসিবি ও সিএ।

এ বিভাগের আরো খবর