নিজেও জানতেন না এমনটা হতে চলেছে। হঠাৎ করেই দেশের জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন অস্কার ব্রুজন। এমন অবস্থায় ক্লাব থেকে শুরু করে জাতীয় দলে নিজের ক্যারিয়ার ও প্রত্যাশা সবকিছু মিলিয়ে অনেক প্রশ্নের সামনে এই স্প্যানিশ কোচ।
তাই সিদ্ধান্ত নিতে পারছেন না অস্কার ব্রুজন। শনিবার দেখা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে।
বৈঠকে কোনো সিদ্ধান্ত আসেনি। নিজের চুক্তির মেয়াদ বাড়ানো থেকে বিভিন্ন সুযোগ-সুবিধার চাহিদা আছে এই স্প্যানিশ কোচের।
জেমি ডেকে না জানিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির ঘটনার সঙ্গে অস্কার ব্রুজনকে না জানিয়ে দায়িত্ব দেয়া হয়েছে।
এই ঘটনায় জেমির মতোই অবাক হয়েছেন অস্কার।সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সালাউদ্দিনের বাসায় বৈঠকে বসেন অস্কার ব্রুজন। এসময় উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগও।
সভায় নিজের চাওয়া-পাওয়া ও শর্ত তুলে ধরেছেন অস্কার। জাতীয় দলে পূর্ণ মেয়াদে দায়িত্বের সুযোগ রয়েছে কী না বা চুক্তি দীর্ঘ হবে কী না এসব বিষয়ে ঘণ্টা তিনেক আলোচনা করেন তিনি।
সঙ্গে স্কোয়াডে অধিনায়ক থেকে শুরু করে ফুটবলারদের মধ্যেও রদবদল হতে চলেছে বলে গুঞ্জন চলছে।
অস্কার দায়িত্ব গ্রহণ না করলেও জেমি ডের অধ্যায়ের সমাপ্তি টানা হয়েছে এটা নিশ্চিত।
সোমবার লিগের শেষ ম্যাচ খেলবে অস্কারের দল বসুন্ধরা কিংস। ২১ তারিখ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। তার আগে হয়তো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে পারেন অস্কার।