বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাফের স্কোয়াডেও বদল, থাকছে না নতুন প্রবাসী

  •    
  • ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০১:২২

এই স্কোয়াড নিজেই বাছাই করবেন অস্কার ব্রুজন। এই দলে নতুন করে কোনো প্রবাসী থাকছে না বলে জানা গেছে।

জেমি ডেকে অব্যাহতি দিয়ে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দলের দায়িত্ব দেয়া হয়েছে অস্কার ব্রুজনকে। কোচ বদলের সঙ্গে সঙ্গে জাতীয় দলের স্কোয়াডেও পরিবর্তন আসছে।

আর এই স্কোয়াড নিজেই বাছাই করবেন অস্কার ব্রুজন। এই দলে নতুন করে কোনো প্রবাসী থাকছে না বলে জানা গেছে।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে কোচ পরিবর্তনের ঘোষণা দিয়েছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।

একই সঙ্গে ইঙ্গিত মিলেছে, শনিবার নতুন স্কোয়াড সাফে পাঠাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

কয়েক দিন আগে জেমি ডের বাছাইকৃত ৩৪ খেলোয়াড়ের তালিকা পাঠানো হয় সাফ আয়োজকদের কাছে।

কোচ বদলের সঙ্গে সঙ্গে স্কোয়াডেও পরিবর্তন আসছে। শনিবার অস্কার ব্রুজনের সঙ্গে বৈঠকে বসবেন ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। এখানে চূড়ান্ত দল তৈরি করা হবে বলে জানা যায়।

জেমির অবর্তমানে অস্কারের সামনে আগামী দুই মাসে দুটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ থাকছে। প্রথমটি অক্টোবরে সাফ ফুটবল। দ্বিতীয়টি শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট। যেটি আয়োজিত হবে নভেম্বর মাসে। শ্রীলঙ্কা-বাংলাদেশসহ এই টুর্নামেন্টে বাকি দুই প্রতিপক্ষ হলো মালদ্বীপ ও সিশেলস।

২০১৮ সালে বসুন্ধরা কিংসের দায়িত্ব নেন অস্কার ব্রুজন। সেবার দলকে স্বাধীনতা কাপ ও প্রিমিয়ার লিগের শিরোপা জেতান। পরের বছর ফেডারেশন কাপের শিরোপা জেতান। এ বছর ফেডারেশন ও প্রিমিয়ার লিগের শিরোপাও গেছে ব্রুজনের হাতে।

কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় কোনো দলের দায়িত্ব পেতে চলেছেন ব্রুজন।

এ বিভাগের আরো খবর