অনেক নাটকের জন্ম দিয়ে ইতিহাসের সবচেয়ে আলোচিত দলবদলে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেন লিওনেল মেসি।
আর্জেন্টাইন অধিনায়ক প্যারিসিয়ানদের হয়ে খেলে ফেলেছেন দুটি ম্যাচ। ফ্রেঞ্চ লিগ ওয়ানের পাশাপাশি দলের হয়ে নেমেছেন চ্যাম্পিয়নস লিগে।
পিএসজির হয়ে প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রুগার বিপক্ষে পারফরম্যান্স মনের মতো হয়নি মেসির। দুই দলের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।
ম্যাচের শেষ ৩০ মিনিট বাদে প্রায় পুরোটা সময় নিষ্প্রভ ছিলেন মেসি।
তবে ছয়বারের ব্যালন ডর জয়ীর ওপর এখনই কোনো প্রত্যাশার চাপ দিতে রাজি নয় পিএসজি। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষ করে আসা মেসিকে মানিয়ে নিতে আরও সময় দিতে চায় ফ্রেঞ্চ ক্লাবটি।
একই সঙ্গে মেসিকে পেয়ে পিএসজির ইতিহাসে যে নতুন এক মাত্রা যোগ হয়েছে, সেটি জানান ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো।
ফ্রেঞ্চ টিভি চ্যানেল কানাল প্লাসকে তিনি বলেন, ‘বার্সেলোনার সঙ্গে মেসির গল্প শেষ ও আমাদের অধ্যায় মাত্র শুরু হয়েছে। তার মতো একজন খেলোয়াড়কে পিএসজির জার্সিতে দেখাটা দারুণ ব্যাপার।’
লিওনার্দো আরও জানান, আগেও বহুবার তারা মেসিকে নেয়ার চেষ্টা করেছেন। প্রতিবারই তার উত্তর ছিল নেতিবাচক। তবে বিশ্বসেরা ফুটবলারের পেছনে লেগে ছিল পিএসজি।
তিনি বলেন, ‘এটা অস্বীকার করার উপায় নেই যে আমরা মেসির সঙ্গে যোগাযোগ করেছি। তবে সেটা তার চুক্তি শেষ হওয়ার ছয় মাস আগে। ২০২১ সালের জানুয়ারির আগে আমাদের কথা হয়নি।
‘সে বার্সেলোনাতেই থাকতে চেয়েছে। সে ক্লাব ছাড়তে চায়নি। ক্যারিয়ার ওখানেই শেষ করতে চেয়েছে।’
পিএসজির পরের ম্যাচ ফ্রেঞ্চ লিগের অন্যতম শক্তিশালী দল অলিম্পিক লিঁওর বিপক্ষে। রোববার রাত পৌনে ১টায় ওই দিন পিএসজির মাঠে প্রথম নামবেন মেসি।
এর আগে নতুন ক্লাবের হয়ে দুই ম্যাচই প্রতিপক্ষের স্টেডিয়ামে খেলেছেন এই আর্জেন্টাইন।