আগস্টে বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরে যায় অস্ট্রেলিয়া। ঐ সিরিজ হার টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।
এই হার্ডহিটারের প্রত্যাশা তার দল বিশ্বকাপের শিরোপার জন্য লড়াই করবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল বলেন বিশ্বকাপে সবকিছু নতুনভাবে শুরু করতে প্রস্তুত অজিরা।
তিনি বলেন, ‘বিশ্বকাপে দল ভালো করবে। অস্ট্রেলিয়া শিরোপার লড়বে। বাংলাদেশের কাছে সিরিজ হার আমাদের ওপর কোনো প্রভাব ফেলবে না। কারন বড় মঞ্চে ভিন্ন কন্ডিশনে সবকিছু আমরা নতুনভাবে শুরু করব।’
সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতা হয়নি অস্ট্রেলিয়ার। ২০১০ সালে ফাইনালে উঠলেও, রার্নাস-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।
ওয়ানডে ক্রিকেটের পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের চোখ এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে। দলের সবাই প্রথমবার শিরোপা জিততে মুখিয়ে আছে বলে জানান ম্যাক্সওয়েল।
বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করা হয়নি এখনও। এবার সেটা আমরা জিততে চাই। বিশ্বকাপ নিয়ে সকলের মধ্যে আলোচনা হয়েছে। সবার লক্ষ্য ভালো টুর্নামেন্ট খেলে শিরোপা জেতা।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে বিকল্প দল পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপ দলের তারকাদের আলাদা করে অনুশীলন করিয়েছে অজিরা। ম্যাক্সওয়েল ছাড়াও স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নাররা ফিরছেন জাতীয় দলের জার্সিতে। এমন দল নিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে আশাবাদী ম্যাক্সওয়েল।
তিনি বলেন, ‘আমাদের স্কোয়াডের দিকে তাকালে দেখবেন ম্যাচ জেতানোর মতো অনেক ক্রিকেটার আছেন। এমন সব ক্রিকেটার আছে, যারা যেকোন সময় জ্বলে উঠতে পারে। যদি সেরাটা খেলতে পারি, তবে শিরোপা জয় অসম্ভব কিছু না। আমাদের থামানো যে কোন দলের জন্যই কঠিন হবে।’
বিশ্বকাপের আগে আমরাতে আইপিএল খেলবেন ম্যাক্সওয়েল। আইপিএলে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে বলে মনে করেন তিনি।
বলেন, ‘আইপিএলের শেষ অংশ হবে আরব আমিরাতে। এরপরই আমরা বিশ্বকাপ খেলব। এখানেই হবে বিশ্বকাপ। আইপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপে অনেক কাজে আসবে।’