সাফে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন এলিটা কিংসলে। এমন খবরের পরের দিনটা দারুণভাবে রাঙালেন নাইজেরিয়ায় জন্ম নেয়া এই ফুটবলার। মঙ্গলবার লিগের ম্যাচে সাইফের বিপক্ষে জোড়া গোল করেছেন বসুন্ধরা কিংসের এই ফরোয়ার্ড।
ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে নিজের ক্যারিয়ার ও জাতীয় দলের ভবিষ্যত নিয়ে নানা বিষয় কথা বলেন কিংসলে। পুরো সাক্ষাৎকারের একাংশ তুলে ধরা হলো পাঠকদের জন্য।
জাতীয় দলের প্রাথমিক দলে আপনাকে রাখা হয়েছে? এ নিয়ে আপনার মন্তব্য কি?
আনুষ্ঠানিকভাবে আমাকে কিছু জানানো হয়নি। আমি মনে করি জাতীয় দল নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না। যদি আনুষ্ঠানিকভাবে আমাকে কিছু জানানো হয় তাহলে আমি বলতে পারব।
জোড়া গোলে জাতীয় দলের সুযোগ কি বেড়ে গেল?
এটা আমার ক্লাবের জন্য দায়িত্ব। আমাকে যদি ঠিক মনে হয় তাহলে ডাকবে। আর যদি পছন্দ না হয় তাহলে বেস্ট যারা আছে তাকে নিবে। জাতীয় দলে পারফর্ম করার জন্য সেরা পারফরমারকে দরকার।
ফিফা ও এএফসি থেকে আপনার ক্লিয়ারেন্স পাওয়া কতদূর?
আমার কাছে আমার পাসপোর্ট আছে। আমি শুধু এইটুকু জানি। আমি বাংলাদেশ সরকারের কাছে চিরকৃতজ্ঞ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে তারা সাফের আগে ক্লিয়ারেন্স পাবে...
এটা তাদের কাজ। আমার নয়। আমি পুরোপুরি প্রস্তুত জাতীয় দলে নিজের সেরাটা দেয়ার জন্য। যখন ডাক পাব সেরাটাই দিব।
ক্লিয়ারেন্সের জন্য আপনি এএফসি কাপেও খেলতে পারেননি...
হতাশজনক ছিল আমার জন্য। ছিলাম কিন্তু খেলতে পারছিলাম না। আমরা অনেক শক্ত দল ছিলাম। চ্যাম্পিয়ন হওয়ার মতো। শেষ ম্যাচটা জিততে পারতাম। রেফারি ম্যাচটা ধ্বংস করে দিয়েছে বলে আমার মনে হয়েছে।
এএফসি নিয়মানুযায়ী আমি খেলতে পারিনি। ফিফা অনুমতি দেয়নি। এএফসি সামর্থ্য রাখে ফিফার কাছে অনুমতি পাওয়ার বিষয়টি।
আপনি কবে খেলতে হতে পারবেন বলে মনে হয়?
এটা আমার মাথায় আছে। শুধু বলতে পারি, লিগে খেলার অনুমতি আছে। আন্তর্জাতিকভাবে কী হচ্ছে আমি কিচ্ছু জানি না। সব বাফুফে বুঝবে।
জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে আপনার ফিটনেস নিয়ে চিন্তার কথা জানান। আপনার বর্তমান ফিটনেস কি জাতীয় দলের জন্য যথেষ্ট?
আমি ক্লাবের সঙ্গে কাজ করছি। জাতীয় দলের সঙ্গে না। ক্লাবের কোচকে জিজ্ঞেস করুন আমার ফিটনেস ঠিক আছে কী না। যদি ফিট না হতাম তাহলে লিগের ম্যাচ খেলতে পারতাম না। আরও অনেক প্লেয়ার আছে যারা খেলতে পারছে না কারণ তারা ফিট নয়। আমি জানি না আসলে ফিটনেস বলতে কী বোঝায়।
সবসময় ফিটনেসে উন্নতি করার জায়গা আছে। জাতীয় দলের কোচ যদি মনে করে আমার ফিটনেসে উন্নতির সুযোগ আছে তাহলে আমি আমার সবকিছু উজাড় করে দেব।
বাংলাদেশের সবশেষ সিরিজের ম্যাচগুলো দেখে কী মনে হয় এই দলে আপনি ফিট হতে পারেন?
কোনো দলই নাই যেখানে আমি ফিট হবো না। শুধু আমাকে আমার পজিশন দাও আমি সেরাটা দিব। যদি আমি পাস না পাই স্কোর করার তাহলে আপনিই বলবেন। আমি ৯০ মিনিটে পাস না পেলে স্কোর করতে পারব না। আজকে কী হয়েছে? তারা আমাকে পাস দিয়েছে। আমি স্কোর করেছি। পাস না দেন তাহলে মেসিও গোল করতে পারবে না।