প্রিমিয়ার লিগে বসুন্ধরার কিংসের জার্সিতে অভিষেক হলো কাতার প্রবাসী বাংলাদেশী বংশোদ্ভুত ফুটবলার ওবাইদ রহমান নবাবের। তার অভিষেকের দিনে জোড়া গোলে দলকে বড় জয় এনে দেন জাতীয় দলে ডাক পাওয়া এলিটা কিংসলে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের ম্যাচে সাইফ স্পোর্টিংকে ৩-০ গোলে হারায় বসুন্ধরা কিংস।
বৃষ্টি ভেজার মাটিতে ছন্নছাড়া ফুটবল খেলার পরও এগিয়ে যাওয়ার সুযোগ আগে পায় সাইফ।
ম্যাচের ১২ মিনিটে কাউন্টার অ্যাটাকে নিজেদের অর্ধ থেকে লম্বা বল ছাড়েন ইয়াসিন আরাফাত। বল নিয়ে কিংসের ডি-বক্সে ঢুকে পড়েন সাইফের সাজ্জাদ হোসেন।সিক্স ইয়ার্ডের সামনে অপেক্ষায় থাকা মারাজকে বল এগিয়ে দিলে ফাঁকা পোস্টে গোল করতে ব্যর্থ হন তিনি।
ওই মিসের পর প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি দুই দল। বিরতির পরে ভয়ংকর হয়ে ওঠে কিংস।
ম্যাচের ৫৪ মিনিটে কিংসকে স্বস্তি এনে দেন এলিটা কিংসলে। ডান পাশ থেকে রবসন রবিনিয়োর পাস থেকে ফার পোস্টে লক্ষ্যভেদ করেন বাংলাদেশের নতুন এই ফরোয়ার্ড।
নয় মিনিট পর আবারও স্কোর করেন কিংসলে। মাঝমাঠের খানিকটা সামনে থেকে কিংসলের উদ্দেশে চিপ করেন জনাথন ফার্নান্দেজ।সেখানে সাইফের ডিফেন্ডার ক্লিয়ার করতে আসলেও বল পেয়ে যান এলিটা। নিজের নিয়ন্ত্রণে নিয়ে খানিকটা সামনে এগিয়ে বাম পায়ের শটে বল জালে জড়ান কিংসলে। এ নিয়ে এবারের লিগে তৃতীয় গোলের দেখা পেলেন তিনি।
ম্যাচের ৮০ মিনিটে সাইফের বড় হার নিশ্চিত করেন ব্রাজিলিয়ান রবসন রবিনিয়ো। ফার্নান্দেজের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন এই ব্রাজিলিয়ান।এতে করে পা ওমরের ১৯ গোল টপকে ২০ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার আসনে বসলেন কিংসের ব্রাজিলিয়ান তারকা।পরের ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে ১৭ সেপ্টেম্বর খেলবে চ্যাম্পিয়ন কিংস।