দুই ম্যাচ হাতে রেখে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তৃতীয় ওয়ানডেতে ১২১ রানের বড় জয়ের পাশাপাশি ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বিশ্বকাপজয়ী যুবারা।
বাংলাদেশের দেয়া ২২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০১ রানে থামতে হয় সফরকারী দলকে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগার যুবারা। দলীয় ৬ রানে প্রান্তিক নওরোজ নাবিল ও খালিদ হোসেনকে হারায় স্বাগতিকরা।
দ্রুত দুই উইকেট পতনের পর ব্যাকফুটে চলে যাওয়া স্বাগতিকদের বিপর্যয় সামাল দেয়ার গুরুভার কাঁধে তুলে নেন আইচ মোল্লা। সঙ্গে নেন মফিজুল ইসলামকে।
দলীয় ৬৭ ও ব্যক্তিগত ২৭ রানে মফিজুল বিদায় নিলেও উইকেট আগলে রেখে রানের চাকা সচল রাখেন আইচ। মেহরাব হোসেনের সঙ্গে ৫৩ ও তানজিবুল ইসলামের সঙ্গে ৩৩ রানের জুটি গড়ার পাশাপাশি তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক।
দলের স্কোর যখন ২০২ রান, সে সময় ১০৮ রান করা আইচ থামেন ফয়সাল খানের বলে আইজাজ আহমেদের হাতে ক্যাচ তুলে।বাকি কাজটা সারেন আবদুল্লাহ আল মামুন ও আরিফুল ইসলাম। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২২২ রান তোলে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে বিলাল সাঈদের ২২, আইজাজ আহমেদের ২১, সুলাইমান শাফির ১৮ ও জাহিদুল্লাহ সালামির ১৩ রান ছাড়া দুই অঙ্কের রান পাননি আর কোনো আফগান ক্রিকেটার।টাইগার বোলারদের বোলিং তোপের সামনে ১০১ রানে গুটিয়ে যেতে হয় সফরকারী দলকে। বাংলাদেশ পায় ১২১ রানের বড় জয়।
স্বাগতিকদের পক্ষে ১৭ রানের খরচায় ৫টি উইকেট নেন নাইমুর রহমান। তিনটি উইকেট নেন রিপন মণ্ডল আর দুটি উইকেট ঝুলিতে পুরেন আরিফুল ইসলাম।