বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নতুন মৌসুমে মোহামেডানেই সাকিব

  •    
  • ১৩ সেপ্টেম্বর, ২০২১ ১৮:১২

অধিনায়ক সাকিবের সঙ্গে চুক্তি নবায়ন করেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। সে কারণে সংবাদমাধ্যমে গুঞ্জন ছিল খেলোয়াড় হিসেবে না থেকে মেন্টর বা পরামর্শক হিসেবে থাকবেন এই অলরাউন্ডার। এই দাবি উড়িয়ে দেন মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান।

২০১৯ সালে ক্যাসিনো কেলেঙ্কারির পর ঐতিহ্য ধূলিসাৎ হয়ে যেতে বসে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। সেই কেলেঙ্কারিতে হারানো গৌরব ফিরে পাওয়ার মিশনে আটঘাট বেঁধে নেমেছে সাদাকালোরা। গত বছরের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) থেকে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু করে জনপ্রিয় এই ক্লাব।

ডিপিএলের গত আসর তারা শুরু করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নেতৃত্বে। একই সঙ্গে দলে ছিল তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহীর মতো তারকা ক্রিকেটাররা।

প্রত্যাশামতো ফল না পেলেও ডিপিএলের সুপার সিক্সে খেলে মোহামেডান। নতুন মৌসুমে আরও উঁচুতে যেতে চাইছে তারা।

ক্রিকেট মৌসুমের আগে জোরেশোরে শুরু করেছে দল গঠন। নতুন করে তারা দলে ভিড়িয়েছে দেশের অন্যতম বড় দুই নাম মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে। সঙ্গে আছেন সৌম্য সরকার ও মেহেদী মিরাজের মতো তারকারা।

সঙ্গে সাকিব তো থাকছেনই। সেরা ক্রিকেটারদের টানতে পেরে উচ্ছ্বাসিত মোহামেডান। ক্লাবটির পরিচালক মাসুদুজ্জামান এ বিষয়ে নিউজবাংলাকে বলেন তাদের লক্ষ্য হারানো গৌরব ফিরে পাওয়া ও শিরোপার জন্য সেরা দল তৈরি করা।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত ২২ জন আমাদের চুক্তিভুক্ত হয়ে গেছে। আমিনুল ইসলাম বিপ্লবের সঙ্গে আমাদের কথা হচ্ছে। আর এক-দুইজনকে আমরা যুক্ত করব।’

অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি নবায়ন করেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। সে কারণে সংবাদমাধ্যমে গুঞ্জন ছিল খেলোয়াড় হিসেবে না থেকে মেন্টর বা পরামর্শক হিসেবে থাকবেন এই অলরাউন্ডার। তবে দাবি একেবারে উড়িয়ে দেন মোহামেডানের পরিচালক।

মাসুদুজ্জামান বলেন, ‘সাকিব আমাদের সঙ্গে নিয়মিত খেলোয়াড় হিসেবে থাকছেন। কিন্তু সব ম্যাচে হয়তো তাকে পাওয়া যাবে না। আন্তর্জাতিক ম্যাচ থাকলে সব খেলোয়াড়ের জন্য ছাড় থাকে। যেহেতু তার অনেক ব্যস্ত সূচি, তাকে আমরা সব ম্যাচে পাব না। কিন্তু তিনি আমাদের নিয়মিত খেলোয়াড় হিসেবে থাকবেন।’

ক্লাবের সূত্র নিউজবাংলাকে জানিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও বিশ্বকাপ শেষে দেশে ফিরে মোহামেডানের সঙ্গে চুক্তি নবায়ন করবেন সাকিব।

গত ডিপিএলে ষষ্ঠ হয়েছিল একসময়কার শিরোপার দাবিদার দলটি। নতুন মৌসুমে তারকাখচিত স্কোয়াড নিয়ে আবারও ট্রফি জয়ের দিকেই মনোনিবেশ করতে যাচ্ছে পুরান ঢাকার ক্লাবটি।

এ বিভাগের আরো খবর