সিরিজের প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরুর পর দ্বিতীয় ম্যাচেও আফগানিস্তানকে হারাল বাংলাদেশের যুবারা। দ্বিতীয় ম্যাচে তিন উইকেটে আফগানদের হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দল।
সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪২.৩ ওভার শেষে ১০১ রান সংগ্রহ করে আফগানিস্তান।
দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে আফগানরা। ২১ রানে প্রথম উইকেট হারায় তারা। সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ২৫ রান এসেছে ওপেনার সাবাউন বানাউরির ব্যাট থেকে।
বানাউরি ছাড়া কোন ব্যাটসম্যানই দুই অংকের কোটা সম্পর্শ করতে পারেননি। ফলে ১০১ রানেই গুটিয়ে যায় অতিথিরা।
বাঁ-হাতি স্পিনার নাইমুর রহমান ১৪ রানের খরচে তুলে নেন ৪ উইকেট। গোলাম কিবরিয়া নিয়েছেন দুই উইকেট।
ছোট রানের টার্গেট তাড়া করতে নেমে বেশ বিপাকে পড়তে হয় স্বাগতিক যুবাদের। ওপেনিং জুটিতে আসে ৩৭ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জুনিয়র টাইগাররা। ৮৩ রানে হারাতে হয় সাত উইকেট।
আফগান স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পরাজয়ের শঙ্কাও উঁকি দেয়। তবে শেষ পর্যন্ত আইচ মোল্লার ধৈর্যশীল ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা।
৪ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হন স্পিনার নাইমুর রহমান।
সিরিজের তৃতীয় ম্যাচে মঙ্গলবার একই ভেন্যুতে মুখোমুখি হচ্ছে দুই দল।