বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গ্যালারিতে বসে পিএসজির জয় দেখলেন মেসি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১২ সেপ্টেম্বর, ২০২১ ১২:১৩

মেসি, নেইমার, দি মারিয়া কেউই খেলেননি ফ্রেঞ্চ জায়ান্টদের হয়ে। তারপরও ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি।

আর্জেন্টিনার সঙ্গে ঘটনাবহুল বাছাইপর্বের তিন ম্যাচ শেষ করে শনিবার ফ্রান্সে ফিরেছেন লিওনেল মেসি। শুক্রবার তার হ্যাটট্রিকে বলিভিয়াকে ধসিয়ে দিয়েছে আর্জেন্টিনা। পরদিন অবশ্য আর মাঠে নামা হয়নি ছয়বারের ব্যালন ডর জয়ীর।

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) নিজ মাঠে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্লেমঁ ফুতের। মেসি, নেইমার, দি মারিয়া কেউই খেলেননি ফ্রেঞ্চ জায়ান্টদের হয়ে। তারপরও ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি।

দলের হয়ে জোড়া গোল করেছেন আন্দের এরেরা। বাকি গোল দুটি এসেছে কিলিয়ান এমবাপে ও ইদ্রিসায়ে গুয়ায়ের কাছ থেকে।

সেরা তারকাদের ছাড়া জয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেছে পিএসজি। পাঁচ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তারা আছে সবার ওপরে।

মেসি না খেলায় পিএসজির মাঠে তার অভিষেক দেখতে আরও সাত দিন অপেক্ষা করতে হবে পিএসজি সমর্থকদের। বাংলাদেশ সময় ২০ আগস্ট রাত পৌনে ১টায় নিজ মাঠ পার্ক দ্য প্রিন্সেসে লিঁওর মুখোমুখি হবে পিএসজি।

তার আগে অবশ্য পিএসজির হয়ে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে অভিষেক হবে মেসির। বৃহস্পতিবার রাতে বেলজিয়ামের ক্লাব ব্রুজের মাঠে নামছে মেসির পিএসজি।

২৯ আগস্ট বহুল আলোচিত ট্র্যান্সফারের পর পিএসজির জার্সিতে অভিষেক হয় মেসি। রেঁসের মাঠে ম্যাচের ৬৬ মিনিটে নামেন মেসি। তিনি গোল না পেলেও তার দল ২-০ গোলে ম্যাচ জিতে নেয়।

এ বিভাগের আরো খবর