বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইপিএলে খেলতে মুখিয়ে তামিম

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১২ সেপ্টেম্বর, ২০২১ ০১:০৭

২৬ সেপ্টেম্বর পোখারা রাইনোসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তামিমের গ্ল্যাডিয়েটর্স। এরপর ২৭ সেপ্টেম্বর চিতওয়ান টাইগার্স, ২৯ সেপ্টেম্বর বিরাটনগর ওয়ারিয়র্স, ২ অক্টোবর কাঠমান্ডু কিংস ইলেভেন ও ৪ অক্টোবর ললিতপুর প্যাট্রিয়টসের বিপক্ষে লড়বে তামিমের দল।

নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলতে যাচ্ছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। টুর্নামেন্টে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন তিনি।শনিবার বিকেলে দলটির ফেসবুক পেইজে তামিম ইকবালের প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে বিষয়টির নিশ্চয়তা মিলেছে। সেখানে তামিম জানিয়েছেন ইপিএলে খেলতে মুখিয়ে রয়েছেন তিনি।ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আমি তামিম ইকবাল। ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের অংশ হতে পেরে আমি বেশ রোমাঞ্চিত। এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে আমি মুখিয়ে রয়েছি। দেখা হবে।’টুর্নামেন্টে ২৬ সেপ্টেম্বর পোখারা রাইনোসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তামিমের গ্ল্যাডিয়েটর্স। এরপর ২৭ সেপ্টেম্বর চিতওয়ান টাইগার্স, ২৯ সেপ্টেম্বর বিরাটনগর ওয়ারিয়র্স, ২ অক্টোবর কাঠমান্ডু কিংস ইলেভেন ও ৪ অক্টোবর ললিতপুর প্যাট্রিয়টসের বিপক্ষে লড়বে তামিমের দল।কিছুদিন আগে বোর্ডের কাছে টুর্নামেন্টে অংশ নিতে ছাড়পত্র চেয়েছেন তামিম। বোর্ডের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি তামিমের ছাড়পত্রের বিষয়ে।চলতি বছরের শুরুতে জিম্বাবুয়ে সিরিজের পর থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে আর দেখা যায়নি তামিম ইকবালকে। হাঁটুর ইনজুরির জন্য ক্রিকেটের শর্টার ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বাঁহাতি এই ওপেনার।সম্প্রতি বিশ্বকাপ থেকেও নিজের নাম প্রত্যাহার করে নেন দেশসেরা এই ওপেনার।

এ বিভাগের আরো খবর