শত জল্পনার পরে ইতালি থেকে ইংল্যান্ডে নিজের ঘরে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালডো। তার প্রথম ম্যাচের দিনে ওল্ড ট্র্যাফোর্ডজুড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তরা জানালেন উষ্ণ অভ্যর্থনা। ফেরার এমন মঞ্চকে স্মরণীয় করে রাখতে ভুল করেননি।
প্রথম ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই পর্তুগিজ সুপারস্টার। ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে বড় জয়।নিউকাসল ইউনাইটেডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রোনালডোর দল। ইউভেন্তাস থেকে গেল মৌসুমে ইউনাইটেডে ফেরেন পর্তুগিজ গোলমেশিন। তার ফেরার খবরে ইউনাইটেড শিবিরে উন্মাদনা শুরু থেকেই। সেই হাওয়া লাগল ম্যাচের দিন।
তার জার্সিতে ওল্ড ট্র্যাফোর্ডে ভিড় জমালেন সমার্থকরা। গ্যালারিভরা এই উৎসবকে রাঙাতে সিআরসেভেনের জোড়া গোল ছিল যথেষ্ট।
উৎসব জমে যায় ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে। নিজের ও দলের প্রথম গোল এনে দেন রোনালডো। দ্বিতীয়ার্ধে দল যখন ১-১ গোলে ড্রয়ের অস্বস্তিতে ভুগছে, তখন আরও একটি গোল করে লিড এনে দেন এই ফরোয়ার্ড।
এরপর ব্রুনো ফার্নান্দেস ও জেসে লিনগার্ডের গোলে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ওলে গানার শোলস্কায়ারের বাহিনী।
২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে ইউনাইটেডের জার্সিতে খ্যাতি পান রোনালডো। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ১১৮ গোলের পাশাপাশি আটটি মেজর ট্রফি জেতেন এই পর্তুগিজ মেগাস্টার।