পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের রান পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ। সফরকারীদের ১৬১ রানের জবাবে ২৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের।
তার আগে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিক দল। সে কারণে হারকে সঙ্গি করে মাঠ ছাড়লেও সিরিজ নিয়ে তৃপ্ত টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
প্রথমবারের মতো টানা তিন টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয় বিশ্বকাপে টাইগারদের অনুপ্রেরণা যোগাবে বলেও মনে করেন রিয়াদ।
তিনি বলেন, ‘আজকের ম্যাচে নিউজিল্যান্ড সত্যিই ভালো খেলেছে। রান তাড়ায় ভালো করতে পারিনি, তবে আমি খুশি সিরিজ জিততে পেরে। বোলাররা খুব ভালো করেছে। কিন্তু শেষটা শেষের মতো করতে পারেনি। স্পিনাররা খুব ভালো করেছে।’
তিনি যোগ করেন, ‘শেষ তিন সিরিজ ভালো ক্রিকেট খেলে জয় তুলে নিয়েছি। এটা অনেক বড় প্রাপ্তি। আশাকরি আমরা বিশ্বকাপেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখব।’
শেরে বাংলার বদলে যাওয়া উইকেটে ম্যাচের শুরু থেকেই টাইগার বোলারদের ওপর চড়াও হন কিউই ব্যাটসম্যানরা। বাংলাদেশের ব্যাটিংয়ের সময় বদলে যায় দৃশ্যপট। বদলে যায় উইকেটের আচরণ। উইকেটের আচরণ দেখে মনে হচ্ছিল নিউজিল্যান্ড ব্যাটিং করছে এক উইকেটে, আর বাংলাদেশ করছে চিরাচরিত শেরে বাংলার মন্থর উইকেটে।