টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে নিজেকে বিশ্বকাপ থেকে সরিয়ে নেন জাতীয় দলের সফলতম ওপেনার তামিম ইকবাল। এর পর থেকে ক্রিকেট পাড়ায় গুঞ্জন টি-টোয়েন্টি দলপতি মাহমুদুল্লাহর সঙ্গে মন কষাকষি থাকায় বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম।
সংবাদমাধ্যমেও আসে দুই ক্রিকেটারের ভেতরকার দূরত্ব নিয়ে নানা খবর।
সকল গুঞ্জনের অবসান ঘটালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সংবাদমাধ্যমকে তিনি জানান এই দুই ক্রিকেটারের কোনো দ্বন্দ্ব খুঁজে পাননি তিনি।
শুক্রবার ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান বিসিবি বস।
তিনি বলেন, ‘ বায়ো-বাবলের জন্য এখন টিমের কাছাকাছি যাওয়া যায় না। তবুও যতটুকু দেখেছি কোনো সমস্যা দেখিনি। জালাল ভাই আগের সফরে দলের সঙ্গে গিয়েছিলেন। তাকে জিজ্ঞাস করেছি। ববি ভাই গিয়েছেন জিজ্ঞাস করেছি। কেউ কোনো সমস্যা খুঁজে পাননি। এই নিয়ে মন্তব্য করার কোনো কারণ আমি দেখছি না।’
বিশ্বকাপ থেকে তামিম সরে যাওয়ার কিছুদিন পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ক্রিকেট মহলে গুঞ্জন ছিল বিসিবি তামিমকে বিশ্বকাপের দলে ফেরাতে চায়।
বিষয়টিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি সভাপতি। জানিয়েছেন এমন কোনো কিছু করা হয়নি তামিমকে ফেরাতে।
এ প্রসঙ্গে পাপন বলেন, ‘কোনো ঘটনাই হয়নি। এটা ভুল তথ্য। এমনটা হওয়ার কথাও নয়। কারণ তামিম এই সিদ্ধান্ত আমার সঙ্গে কথা বলে, আলোচনা করে নিয়েছে। যেখানে এই সিদ্ধান্ত আমার সঙ্গে আলাপ করেই নিয়েছে সেক্ষেত্রে তাকে দ্বিতীয়বার প্রস্তাব দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।’