বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপের আগে শেষটা ভালো হলো না বাংলাদেশের

  •    
  • ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৩৬

শেষ ম্যাচে ২৭ রানে হেরেছে বাংলাদেশ। ১৬২ রান তাড়া করতে নেমে ১৩৪ রানের বেশি করতে পারেনি স্বাগতিক দল।

জয়ের জন্য বাংলাদেশের সামনে ১৬২ রানের পাহাড় দাঁড় করায় নিউজিল্যান্ড। সেটি আর টপকাতে পারেননি রিয়াদ-মুশফিকরা। ২৭ রানের হার নিয়ে সিরিজ শেষ করতে হলো বাংলাদেশকে।

ব্ল্যাকক্যাপদের দেয়া ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও সেটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। দলীয় ৪৬ রানেই সাজঘরে ফিরে যান লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ ও মুশফিকুর রহিম।

ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশের ত্রাতা হিসেবে আবির্ভূত হন মাহমুদুল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। দুইজনের অবিচ্ছেদ্য ৬৩ রানের জুটিতে স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ।

তবে কুগেলিনকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে ফিন অ্যালেনের হাতে ধরা পড়েন ২৩ রান করা রিয়াদ। অধিনায়কের বিদায়ের পর শুরু হয় আসা-যাওয়ার মিছিল। উইকেট বিলিয়ে আসেন নুরুল হাসান, শামীম পাটোয়ারীরা।

একাই লড়াই করেন আফিফ। শেষ পর্যন্ত বলের সঙ্গে রানের ব্যবধান এতটাই বেড়ে যায় যে তা কমিয়ে আনা সম্ভব হয়নি। ফলে ৮ উইকেটের খরচায় ১৩৪ রান করে থামে টাইগারদের ইনিংস। এতে করে ২৭ রানের জয় ও সিরিজের ব্যবধান ৩-২ এ কমিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।

এর আগে মিরপুরে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন দুই ওপেনার ফিন অ্যালেন ও রাচিন রাভিন্দ্রা।

পাওয়ার প্লেকে দুর্দান্তভাবে কাজে লাগিয়ে চার-ছক্কার মেলা বসান দুই ব্যাটসম্যান। দুইজনের মারমুখী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বোর্ডের ৫০ যোগ হয় সফরকারীদের।

৩৪ বলে ৫৮ রান তোলা নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙে শরিফুলের বলে। রাভিন্দ্রাকে ১৭ রানে ফেরান এই বাঁ-হাতি। দুই বল পর বোল্ড করেন ফিন অ্যালেনকে।

ইনিংসের নবম ওভারে উইল ইয়ংকে ফিরিয়ে ম্যাচ নিজেদের দিকে নেয় টাইগাররা। কিছু সময়ের জন্য পথ হারিয়ে ফেলে ব্ল্যাকক্যাপস। কলিন ডি গ্র্যান্ডহোম ও হেনরি নিকোলস ফেরেন দ্রুত।

শেষ দিকে টম লেইথাম ও কোল ম্যাককঞ্চির কল্যাণে লড়াইয়ে ফেরে সফরকারীরা। শেষ দিকে লেইথাম ঝড়ে বিধ্বস্ত হতে হয় তাসকিন-শরিফুলদের। শেষতক ৫ উইকেটের খরচায় ১৬১ রানের বড় পুঁজি নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।

শরিফুল চার ওভারে ৪৮ রান দিয়ে নেন দুই উইকেট। তাসকিন, নাসুম ও আফিফ পান একটি করে।

এ বিভাগের আরো খবর