পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ১৬ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের দেয়া ১৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৩৮ রানে গুটিয়ে যায় আফগান যুবাদের ইনিংস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেতে হয় বিশ্বকাপজয়ীদের। ষষ্ঠ ওভারে দলীয় ১১ ও ব্যক্তিগত পাঁচ রানে আফগান পেইসার ইয়ামা আরবের শিকার হয়ে মাঠ ছাড়েন ওপেনার মফিজুল ইসলাম।
পরের বলে সাজঘরে ফিরতে হয় আরিফুল ইসলামকে। বিল্লাল হোসেনের বল ইজহারুল হকের হাতে ক্যাচ তুলে দিয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি।
এরপর আইচ মোল্লাকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন প্রতীক নওরোজ নাবিল। দুইজনের অনাবদ্য ৬০ রানের জুটি ভাঙ্গে শাহিদুল্লাহ হাসানির কল্যাণে; আইচ মোল্লার বিদায়ের মধ্য দিয়ে।
উইকেট কামড়ে ধরে রাখা নাবিলও বিদায় নেন ৪২ রানে। দলের সংগ্রহ তখন ৪ উইকেটের খরচায় ৮৮ রান।
এরপরই মাঠে শুরু হয় আসা যাওয়ার মিছিল। উইকেটে থিতু হয়ে বসে অধিনায়কের গুরুদায়িত্ব পালন করে দলের রানের চাকা সচল রাখেন অধিনায়ক মেহরব। তার অনাবদ্য ৪৯ রানের স্কোরে ভর করে ৩৮ ওভার ৩ বলে ১৫৪ রানের পুঁজি পায় টাইগাররা।
জবাবে ওপেনার সুলাইমান শাফির ৪৮, ইজাজ আহমেদের ১৮, নানগেলাইয়ার ২৬ এবং ইজহারুল হকের ১১ রানের পর ১৩৮ রানে গুটিয়ে যায় সফরকারী দল।
বাংলাদেশের হয়ে ২০ রানে ৪ উইকেট নেন রিপন মণ্ডল। আশিকুর জামান ও নাইমুর রহমান নেন দুটি করে উইকেট আর মেহরব নেন একটি উইকেট।
গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর এটিই ছিল বাংলাদেশের যুবাদের প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ।