দুই ম্যাচের বিরতিতে ফের রানের দেখা মিলল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জয়ের জন্য বাংলাদেশকে ১৬২ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের খরচায় ১৬১ রান তোলে সফরকারীরা।
সিরিজ নিশ্চিত হয়ে যায় এক ম্যাচ আগেই। তাই শেষ ম্যাচে বেঞ্চের শক্তি দেখতে চেয়েছিল বাংলাদেশ। সাকিব,মুস্তাফিজ, সাইফউদ্দিন ও মাহেদী হাসানকে বসিয়ে শরিফুল, সৌম্য, তাসকিন ও শামিম পাটোয়ারীকে নামায় বাংলাদেশ।চার পরিবর্তনের খেসারতটা দিতে হল বাংলাদেশকে; সিরিজের শেষ ম্যাচে রান পাহাড়ে চাপা পড়ল মাহমুদুল্লাহর দল।
মিরপুরের হোম অফ ক্রিকেটে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন দুই ওপেনার ফিন অ্যালেন ও রাচিন রাভিন্দ্রা।
পাওয়ার প্লেকে দুর্দান্তভাবে কাজে লাগিয়ে চার-ছক্কার মেলা বসান দুই ব্যাটসম্যান। দুই জনের মারমুখী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বোর্ডের ৫০ যোগ হয় সফরকারীদের।
৩৪ বলে ৫৮ রান তোলা নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙে শরিফুলের বলে। রাভিন্দ্রাকে ১৭ রানে ফেরান এই বাঁ-হাতি। দুই বল পর বোল্ড করেন ফিন অ্যালেনকে।
ইনিংসের নবম ওভারে উইল ইয়ংকে ফিরিয়ে ম্যাচ নিজেদের দিকে নেয় টাইগাররা। কিছু সময়ের জন্য পথ হারিয়ে ফেলে ব্ল্যাকক্যাপস। কলিন ডি গ্র্যান্ডহোম ও হেনরি নিকোলস ফেরেন দ্রুত।
শেষ দিকে টম লেইথাম ও কোল ম্যাককঞ্চির কল্যাণে লড়াইয়ে ফেরে সফরকারীরা। শেষ দিকে লেইথাম ঝড়ে বিধ্বস্ত হতে হয় তাসকিন-শরিফুলদের। শেষতক ৫ উইকেটের খরচায় ১৬১ রানের বড় পুঁজি নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।
শরিফুল চার ওভারে ৪৮ রান দিয়ে নেন দুই উইকেট। তাসকিন, নাসুম ও আফিফ পান একটি করে।