বাতিল করা হয়েছে ইংল্যান্ড ও ভারতের মধ্যেকার পঞ্চম ও শেষ টেস্ট। ম্যানচেস্টারে শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটির।
ভারতীয় দলে কোভিড আক্রমণের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দুই বোর্ড। শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে টেস্ট বাতিল হওয়ার খবর নিশ্চিত করে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি)।
বিবৃতিতে তারা বলে, ‘কোভিডে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কায় ভারত এই টেস্টের জন্য দল নামাতে পারছে না। আমরা সমর্থক ও পার্টনারদের দুঃখের সঙ্গে এই সংবাদ জানাচ্ছি। সময়মতো আরও তথ্য জানানো হবে।’
বৃহস্পতিবার ইংল্যান্ডে সফররত ভারতীয় স্কোয়াডের একজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন।
ভারতীয় খেলোয়াড়দের হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। বৃহস্পতিবার খেলোয়াড়দের সঙ্গে জরুরি সভা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ম্যানচেস্টারে বুধবার নিয়মিত অনুশীলনে অংশ নেয় ভারতীয় দল। ওই দিন বিকেলে করোনা পরীক্ষায় পজিটিভ হন দলের এক স্টাফ। সহকারী ফিজিও যোগেশ পারমারের নমুনায় করোনাভাইরাস ধরা পড়ে।
ফলে বাতিল করা হয় বৃহস্পতিবারের অনুশীলন। বুধবার রাত থেকেই নিজেদের রুমে আছেন কোহলি-রোহিতরা।
বৃহস্পতিবার সকালে আরও একবার করোনা পরীক্ষা করা হয়েছে ভারতীয় দলের সদস্যদের।
এর আগে চতুর্থ টেস্টের সময় ভারতের কোচ রবি শাস্ত্রী কোভিড পজিটিভ হন। তার সঙ্গে বোলিং কোচ ভারত আরুন, ফিল্ডিং কোচ আর শ্রিধরন ও ফিজিও নিতিন পাটেলকে আইসোলেশনে রাখা হয়। এই তিনজন শাস্ত্রীর সংস্পর্শে ছিলেন।
শেষ টেস্ট বাতিল হওয়ায় ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় সিরিজ জিতে নিল ভিরাট কোহলির ভারত।