বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনা সফলভাবে শেষ করে বিশ্বকাপ বাছাইপর্বের সেপ্টেম্বর মাসের রাউন্ড। ব্রাজিলের বিপক্ষে পণ্ড হওয়া ম্যাচটি ছাড়া ভেনিজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে বড় জয় নিয়েই আন্তর্জাতিক ম্যাচ থেকে বিরতি নিচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
শুক্রবার সকালের ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল বিশেষ এক উপলক্ষ। কোপা আমেরিকা জয়ের পর এদিনই প্রথম ট্রফি উপস্থাপন করা হয় দর্শকের সামনে।
বুয়েনোস আইরেসের বিখ্যাত মনুমেন্তাল স্টেডিয়ামে ২৮ বছর পর জেতা ট্রফি উঁচিয়ে ধরার সময় দেখা গেল মন ভারী করে দেয়ার মতো এক দৃশ্য।
কাঁদছেন লিওনেল মেসি। ট্রফি অনুষ্ঠানের প্রায় পুরোটা সময় তার চোখে ঝরল জল।
এমনটা তো হওয়ার কথা নয়! ২০২১ সালে নিজের অবিশ্বাস্য ফর্ম ধরে রেখে কিছুক্ষণ আগে তার হ্যাটট্রিকেই বলিভিয়াকে নাস্তানাবুদ করেছে আর্জেন্টিনা।
গোলসংখ্যায় মেসি ছাড়িয়ে গেছেন ব্রাজিলের সম্রাট পেলের ৭৭ গোলকে। দক্ষিণ আমেরিকার ফুটবলে ৭৯ গোল নিয়ে এখন অবিসংবাদিত রাজা তিনি।
এমন দিনে কিনা ভেঙে পড়লেন মেসি। ম্যাচ শেষে অধিনায়ক জানালেন, গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শকের মাঝে তার মা ও ভাইয়েরা ছিলেন।
আর্জেন্টিনার জার্সিতে একটা শিরোপা জিততে মেসিকে কতটুকু সংগ্রাম করতে হয়েছে, সেটা জানেন তার পরিবার। মেসির সঙ্গে তাদেরও আর্জেন্টাইন মিডিয়া ও সমর্থকদের কাছ থেকে কম কথা শুনতে হয়নি শিরোপা জেতার ব্যর্থতার জন্য।
অবশেষে জুলাইয়ে ২৮ বছর পর মিটেছে আলবিসেলস্তেদের শিরোপা খরা। এর প্রায় দুই মাস পর ট্রফি উদযাপনের সময় নিজেকে সামলাতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক।
ম্যাচ শেষে মেসি বলেন, ‘উদযাপনের জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না। আমার মা ও ভাইয়েরা আছে স্টেডিয়ামে। তারা অনেক কিছুর মধ্য দিয়ে গেছেন। আজ তারাও সবার সঙ্গে উদযাপন করছেন। আমি আসলেই অনেক দিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। অসংখ্যবার এমন একটা মুহূর্তের স্বপ্ন দেখেছি। এত অপেক্ষার পর এভাবে উদযাপন করতে পারাটা আসলেই অনন্য।’
শুধু পেলেকে না, বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে মেসি ছাড়িয়ে গেছে প্রিয় বন্ধু লুইস সুয়ারেসকেও। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে মেসির গোল এখন ২৬টি, যা সুয়ারেসের চেয়ে একটি বেশি।
মেসির দুর্দান্ত ফর্মের দিনে, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) সমর্থকদের জন্য ছিল একটা দুঃসংবাদ। মেসিকে তারা পাচ্ছে না শনিবারের ম্যাচে।
শনিবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে ক্লেমঁ ফুতের বিপক্ষে নামছে পিএসজি। আর্জেন্টিনার হয়ে খেলতে বুয়েনোস আইরেসে থাকায় মেসি খেলবেন না এ ম্যাচে।
পিএসজির সঙ্গে চুক্তিতে আর্জেন্টিনা দলকে প্রাধান্য দেয়ার শর্ত দিয়েছিলেন মেসি। যার ফলটা পুরোপুরি উপভোগ করছে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।