বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিতুল-আতিকের অভিষেকের দিনে আট পরিবর্তন দলে

  •    
  • ৯ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৪৬

প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পাচ্ছেন গোলকিপার মিতুল মারমা ও ডিফেন্ডার আতিকুজ্জামান। সব মিলে গত ম্যাচের মূল একাদশের ৮টি পরিবর্তন এসেছে এই ম্যাচে।

কিরগিজস্তান সফরের শেষ ম্যাচে অভিষেক হচ্ছে গোলকিপার মিতুল মারমা ও ডিফেন্ডার আতিকুজ্জামানকে। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে এই ম্যাচে বেঞ্চে রাখা হয়েছে জামাল ভূঁইয়া-তপু বর্মনের মতো অভিজ্ঞদের।

সব মিলে গত ম্যাচের মূল একাদশের আটটি পরিবর্তন এসেছে এই ম্যাচে।

প্রথমবারের মতো লাল-সবুজ জার্সিতে খেলার সুযোগ পাচ্ছেন গোলকিপার মিতুল মারমা ও ডিফেন্ডার আতিকুজ্জামান। সফরের তিন ম্যাচে তিনজন গোলকিপারকে খেলাচ্ছেন জাতীয় দলের কোচ জেমি ডে।

প্রথম ম্যাচে শহীদুল আলম সোহেল, দ্বিতীয় ম্যাচে আনিসুর রহমান জিকো ও শেষ ম্যাচে মিতুল মারমাকে সুযোগ করে দিচ্ছেন জেমি।

এছাড়া এই ম্যাচে বেঞ্চে রাখা হয়েছে গত ম্যাচের মূল একাদশে খেলা আটজনকে। তারা হলেন- অধিনায়ক জামাল ভূঁইয়া, ইয়াসিন, জিকো, তপু, মতিন, সুফিল, তারিক, রাফি ও সোহেল।

রক্ষণে ফিরছেন রেজাউল করিম, রহমত মিয়া, মেহেদী হাসান ও আতিকুজ্জামান। মাঝমাঠে রাহবার খান, সাদ উদ্দীন, বিপলু আহমেদ। আর আক্রমণে খেলছেন সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব।

দলকে এই ম্যাচে ৪-৩-২-১ ফরমেশনে খেলাতে পারেন জেমি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে আট টায়।

বাংলাদেশের মূল একাদশ:

গোলকিপার: মিতুল মারমা

ডিফেন্ডার: রেজাউল করিম, রহমত মিয়া, মেহেদী হাসান ও আতিকুজ্জামান

মিডফিল্ডার: রাহবার খান, সাদ উদ্দীন ও বিপলু আহমেদ

ফরোয়ার্ড: সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম ও রাকিব হোসেন

এ বিভাগের আরো খবর