সম্প্রতি নিজের ভেরিফায়েড পেইজে এক ভিডিও বার্তায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। লম্বা সময় ধরে টি-টোয়েন্টি থেকে দূরে থাকায় নতুনদের জায়গা করে দিতে তার এই সিদ্ধান্ত।
বিশ্বকাপে না খেললেও নেপালে হতে যাওয়া টি-টোয়েন্টি লিগ এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছাড়পত্র চেয়েছেন এই বাঁহাতি। ছাড়পত্র পেলে ২৪ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে তার।
প্রায় ১৬ মাস টি-টোয়েন্টি ফরম্যাটে ম্যাচ খেলেননি তামিম ইকবাল। সর্বশেষ ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিকেটের শর্টার ফরম্যাটে মাঠে নামেন তারকা এই ক্রিকেটার।
লম্বা সময় ধরে টি-টোয়েন্টি থেকে দূরে থাকার কারণে মূলত বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম। যদিও সাম্প্রতিক সময়ে জোর গুঞ্জন চলছে তার বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্তি নিয়ে। চলছে নানা জল্পনা কল্পনা।
আইসিসি নিয়ম অনুযায়ী ১০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে বিসিবিকে।